নতুন উদাহরণ হল 'মিঠাই', অন্যদিকে, 'খরকুটো' শীর্ষ দশ থেকে বাদ পড়া।
কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা- দীর্ঘ ছুটির কারণে গত সপ্তাহে টিআরপি তালিকা প্রকাশিত হয়নি। নতুন সপ্তাহের প্রথম দিনে বাংলা টেলিভিশনের সাপ্তাহিক রিপোর্ট কার্ড প্রকাশিত হয়েছে। বছরের 43তম সপ্তাহে কে বাজি ধরলো, নাকি চাপ বেড়েছে? এই তালিকা থেকে সবকিছু পরিষ্কার হয়ে গেল।
মিঠাই ভক্তদের জন্য দারুণ সুখবর। শীর্ষস্থান এই সপ্তাহেও ধরে রেখেছে মোদক পরিবার। তাও আবার রেটিং বাড়িয়ে। ১১. ১ পয়েন্ট নিয়ে প্রথম মিঠাই। শুধু তাই নয় এই নিয়ে ‘কৃষ্ণকলি’র রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি সপ্তাহ (৩৩) একটানা ধরে শীর্ষে থাকা বাংলা সিরিয়ালের তকমাও নিজের ঝুলিতে পুরে নিল মিঠাইরানি। এই সপ্তাহেও দ্বিতীয় স্থান ধরে রাখল যমুনা। তবে টিআরপি তালিকায় চমকে দিল ‘সর্বজয়া’। দীর্ঘ সময় পর সেরা তিনে জায়গা পাকা করল সর্বজয়া। নম্বরও বেশ অনেকটা বেড়েছে জি বাংলার এই সিরিয়ালের। সেরা পাঁচের বাকি দুটো স্থানও নিজের দখলে রাখল জি। চতুর্থ চ্যানেলের সবচেয়ে নতুন সিরিয়াল ‘উমা’, এবং যুগ্মভাগে পঞ্চম ‘অপরাজিতা অপু’ এবং 'করুণাময়ী রাণী রাসমণি: উত্তর পর্ব'।
তারকা সিরিজও এই সপ্তাহে সেরা পাঁচে নেই। তবে চ্যানেল টপার হল 'ডাস্ট পার্টিকেল'। সামগ্রিক তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ইন্দ্রাশিস-মানালি সিরিয়াল। একধাপ পিছিয়ে শন-শ্রীজলার 'মন ফাগুন'।
তবে চিন্তার ভাঁজ সৌগুন ভক্তদের মাথায়। হুড়মুড়িয়ে নেমেছে ‘খড়কুটো’র রেটিং। ৬.৪ রেটিং পয়েন্টের সঙ্গে তালিকায় দশম খড়কুটো, একটু হলেই সেরা দশের জায়গা হারাতো গুনগুন
ক নজরে দেখে নিন সেরা দশের টিআরপি তালিকা-
মিঠাই- ১১.১ (প্রথম)
যমুনা ঢাকি- ৮.৮ (দ্বিতীয়)
সর্বজয়া-৮.৪ (তৃতীয়)
উমা- ৮.১ (চতুর্থ)
অপরাজিতা অপু- ৭.৯ (পঞ্চম)
করুণাময়ী রাণী রাসমণি- ৭.৯ (পঞ্চম)
ধুলোরণা- ৭.১ (ষষ্ঠ)
মন ফাগুন- ৭.০ (সপ্তম)
শ্রীময়ী- ৬.৯ (অষ্টম)
এই পথ যদি না শেষ হয়- ৬.৭ (নবম)
খড়কুটো- ৬.৪ (দশম)
কৃষ্ণকলি- ৬.৪ (দশম)
0 Comments