Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

এবার যোগীর রাজ‍্যেই ভয়ঙ্কর ঘটনা ঘটলো! 10 মাসের বাচ্চার ওপর চললো লাগাতার ধর্ষণ।

 

এবার যোগীর রাজ‍্যেই ভয়ঙ্কর ঘটনা ঘটলো! 10 মাসের বাচ্চার ওপর চললো লাগাতার ধর্ষণ।
khabor24ghonta

শিউরে উঠল গোটা ভারতবাসী! মুখ পুড়লো যোগী রাজ‍্যের।

কিছুদিন আগে ভারত পাকিস্তানের কাছে হেরে যায় এবং সামি ব্যাপক আক্রমণের সম্মুখীন হয়। সেই সময় সামির পাশে দাঁড়িয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। এই 'অপরাধে' তার ১০ মাস বয়সী মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। হতবাক গোটা দেশ।

[ আরও পড়ুন ঃ

এবার বাড়িতে বসেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর আপডেট করুন! ]

এবারও বাস্তবে একই ঘটনা ঘটেছে। রবিবার রাতে উত্তরপ্রদেশের সাদাতগঞ্জে এই ঘটনার কথা শুনে ক্ষোভে, দুঃখে ও ক্ষোভে স্তব্ধ গোটা দেশ। অভিযোগ, এক বছরের শিশুকে যৌন নিপীড়ন, তারপর ধর্ষণ! শিশুটি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। চিকিৎসকদের মতে, কার্যত তার হাত-পা ছিঁড়ে গেছে। মলদ্বারের ভেতরের চামড়াও ছিঁড়ে গেছে।

পুলিশ জানিয়েছে, রবিবার শিশুটির মা রান্নাঘরে কাজ করছিলেন রোজকার মতোই। আচমকা বাচ্চার চিলচিত্‍কার কান্না শুনে ঘরে ছুটে আসেন তিনি। তখনই তিনি বাড়ির পরিচারক সানিকে আপত্তিজনক অবস্থায় দেখেন। 

[ আরও পড়ুন ঃ

পেট্রোল নয় রান্নার গ‍্যাসের সাহায্য ছুটবে বাইক! মজিবুল নামে এক ব‍্যাক্তি ঘটালেন এমনই বিরল ঘটনা।]

তাঁকে দেখেই সানি পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন মা। রক্তাক্ত সন্তাকে নিয়ে তখন কী করবেন ভেবে পাননি মা। এর পরেই হাসপাতালে ছোটে গোটা পরিবার, বাচ্চাটিকে ভর্তি করিয়ে যাওয়া হয় থানায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমবার গ্রেফতারও করা হয়েছে সানিকে। পকসো আইনে দায়ের হয়েছে মামলা। 

[ আরও পড়ুন ঃ

ভোপালে মোদির নামে জয়ধ্বনী দিলেন মুসলিম মহিলারা! সাথে ধন‍্যবাদ জ্ঞাপন করলেন তারা। ]

যে হাসপাতালে শিশুটি ভর্তি, তার শিশুবিভাগের প্রধান চিকিত্‍সক প্রফেসর জেডি রাওয়াকের কথায়, 'বাচ্চাটির জ্ঞান ফিরেছে। কিন্তু তার ভ্যাজাইনা এবং পায়ু মারাত্মক ভাবে জখম হয়েছে, সংক্রমণও হয়েছে। প্রস্রাব করতে যন্ত্রণা হচ্ছে বাচ্চাটির, সে জন্য ওষুধ দেওয়া হয়েছে। চলছে অ্যান্টিবায়োটিকও। আংশিক ভাবে অ্যানাস্থেশিয়া করে রাখা হয়েছে তাকে। প্রয়োজনে সার্জারি করতে হতে পারে।'

[ আরও পড়ুন ঃ

ভর্তুকি বাদে এই গ‍্যাসের মূল‍্য মাত্র 633 টাকা! আজই বাড়িতে নিয়ে আসুন কম্পোজিট গ‍্যাস সিলিন্ডার। ]

Post a Comment

0 Comments