khabor24ghonta |
কিভাবে করবেন এই কাজটি জেনে নিন?
আধার কার্ড এখন ভারতীয় নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ নথি। যেকোনো চাকরির জন্য আধার কার্ড বাধ্যতামূলক। সেটা শিক্ষার ক্ষেত্রেই হোক বা অন্য কোনো ক্ষেত্রেই। রেশন কার্ড থে
কে প্যান কার্ড সমস্ত কিছুর সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আর এখন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করা। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় আধার কার্ডে ভুল মোবাইল নম্বর বা নম্বর অবৈধ। সেক্ষেত্রে মোবাইল নম্বর আপডেট করতে আপনাকে আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে লাইন দিয়ে সংশোধন করতে হবে। কিন্তু সেই ঝামেলার দরকার নেই। এখন আপনি ঘরে বসেই আধার কার্ডের মোবাইল নম্বর আপডেট করতে পারবেন।
[ আরও পড়ুন ঃ
ইলেকট্রিক স্কুটার কেনার জন্য ভর্তুকি দেবে কেন্দ্র সরকার! আজই কিনে ফেলুন এই স্কুটার ]
কীভাবে মোবাইল নাম্বার আপডেট করবেন?
1. এর জন্য আপনি প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in এই ওয়েবসাইটে চলে যান ।
2. এবার ডানদিকে "Notices" ট্যাবের আওতায় থাকা "Link ration card with aadhaar card" বিকল্পটি বাছুন।
3. এবার একটি নতুন পেজ আপনার সামনে ওপেন হবে। সেখানে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি এবং নাম্বার নথিভূক্ত করতে হবে।
[ আরও পড়ুন ঃ
কম্পিউটার থাকবে ঘরে ঘরে, এবার সবচেয়ে সস্তার ল্যাপটপ নিয়ে আসছে Jio, ফিচার শুনে পাগল গ্রাহকরা। ]
4. এবার আপনার স্ক্রিনের সামনে দুইটি অপশন আসবে। একটি আধার এবং মোবাইল নাম্বার আপডেট এবং অপরটি হল মোবাইল নাম্বার আপডেট। সেখান থেকে আপনাকে দ্বিতীয় অপশনটি বেছে নিতে হবে।
5.এবার আপনার সামনে যে পেজ খুলবে সেখানে আধার নাম্বার এবং ভ্যালিড মোবাইল নাম্বার দিন।
[ আরও পড়ুন ঃ
একনজরে দেখে নিন বাজারে কম দামে ভালো গেমিং ফোন কোনটি? ]
6. এরপর আপনার মোবাইল নাম্বারে একটি OTP আসবে।
7. তারপর এই OTP যাচাই করলেই ফোন নাম্বার আপডেট হয়ে যাবে।
0 Comments