Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

রাজ্য ব্লক WB BDO অফিস ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগে অতিরিক্ত ডিইও স্টাফ নিয়োগ

রাজ্য ব্লক WB BDO অফিস ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগে অতিরিক্ত ডিইও স্টাফ নিয়োগ
khaboe24ghonta

 

BDO অফিস ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

পশ্চিমবঙ্গ রাজ্যের একটি ব্লকে কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি যদি পশ্চিমের বাসিন্দা হন এবং সরকারি চাকরি খুঁজছেন, আপনি এখানে চাকরির জন্য আবেদন করতে পারেন। BDO অফিসে অতিরিক্ত ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। আপনার কাজ সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউ এর মাধ্যমে সম্পন্ন করা হবে। আপনি যদি এখানে চাকরি পেতে আগ্রহী হন তবে নীচের কাজের বিবরণ এবং বিবরণ এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটি খুঁজে বের করুন।

পদের নাম: অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর(DEO)


প্রতিষ্ঠানের নাম: সাব ডিভিশন অফিসে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট নিয়োগ করা হবে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

আবারও একাধিক শূন‍্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ভারতীয় পোস্ট অফিস! আবেদন পদ্ধতি জেনে নিন ]

আবেদন শুরু: আবেদন শুরু হয়েছে 18/11/2021 তারিখে।


আবেদনের শেষ তারিখ: আবেদন চলবে 24/11/2021 তারিখ পর্যন্ত।


ইন্টারভিউর ডেট: 25/11/2021 12 টার সময় ইন্টারভিউ হবে। তবে আপনি যদি ইন্টারভিউ দিতে চান তাহলে আপনাকে 10:30 থেকে 11:30 মধ্যে ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।


বেতন: এখানে প্রতি মাসে আপনাকে 13000/- টাকা করে বেতন দেওয়া হবে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Railway Recruitment 2021:-বেকার যুবক-যুবতীদের জন‍্য সুবর্ণ সুযোগ! প্রচুর শূন‍্যপদে নিয়োগ করতে চলেছে রেল। ]

বয়স সীমা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

নিয়োগ স্থান: বীরভূম জেলার, রাজনগর ব্লকে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের নিচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করলে তার নিচেই আপনারা আবেদনপত্রটি পেয়ে যাবেন। সেই আবেদনপত্রটি প্রিন্ট আউট করে সেটি ফিলাপ করতে হবে। আবেদনপত্রে আপনার একটি রঙিন ফটোগ্রাফি ও সিগনেচার করতে হবে । এরপর আপনাকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এর সঙ্গে যুক্ত করে উক্ত BDO অফিসে জমা দিতে হবে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

রাজ‍্যের গ্রুপ-সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বেতন মিলবে প্রতিমাসে 45000 টাকা! ]

কি কি ডকুমেন্ট জমা দেবেন: নিচের দেওয়া সমস্ত ডকুমেন্টস গুলো কে আপনি সেল্ফ অ্যাটেস্টেড করে জমা দেবেন।

আধার কার্ডের জেরক্স,

একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট,

মাধ্যমিকের এডমিট কার্ড,

গ্রাজুয়েশনের মার্কসিট ও

কম্পিউটার সার্টিফিকেট

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Block Development Office, Rajnagar Development Block, Dist- Birbhum

আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে নিচে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি আছে সেটা ডাউনলোড করে ভালো করে পড়ে তবেই আবেদন করবেন।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Bandhan bank Recruitment : বন্ধন ব্যাংকে 10 হাজারেরও বেশি নতুন কর্মী নিয়োগ  ]

OFFICIAL NOTICE: CLICK HERE

APPLICATION FORM: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

Post a Comment

0 Comments