Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

SBI গ্রাহকদের জন‍্য বড়ো খবর! আপনার কি SBI তে অ‍্যাকাউন্ট আছে? তাহলে আপনিও পাবেন এই সুবিধা

SBI গ্রাহকদের জন‍্য বড়ো খবর! আপনার কি SBI তে অ‍্যাকাউন্ট আছে? তাহলে আপনিও পাবেন এই সুবিধা
khabor24ghonta

 

নিদিষ্ট পদ্ধতি মেনে আবেদন করলে আপনিও পাবেন এই সুবিধা! জেনে নিন পদ্ধতি।


ভারতের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতে ব্যাঙ্কের গ্রাহকের সংখ্যা সবচেয়ে বেশি। এখন সেই সব গ্রাহকরা বিশেষ সুবিধা পাবেন। এ প্রসঙ্গে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে গ্রাহকরা ওভারড্রাফ্টের সুবিধা পাবেন। এটি আপনাকে জরুরী পরিস্থিতিতে ব্যাঙ্ক থেকে আরও টাকা তুলতে দেয়। আসুন এই ওভারড্রাফ্টের বিস্তারিত দেখে নেওয়া যাক। এই ক্ষেত্রে, আমি আগেই বলেছি, আপনি যে পরিমাণ অতিরিক্ত অর্থ উত্তোলন করবেন তার জন্য আপনাকে একটি নির্দিষ্ট হারে সুদ দিতে হবে।

[ আরও পড়ুন ঃ

Post Office Investment Plan – পোস্ট অফিসে এই স্কিমে টাকা রাখলে ঝড়ের গতিতে টাকা বাড়বে ]

ওভারড্রাফট:

ওভারড্রাফট মূলত দু প্রকারের হয়ে থাকে। একটি হল সুরক্ষিত ওভারড্রাফট এবং অপরটি হল অসুরক্ষিত ওভারড্রাফট। প্রথম ক্ষেত্রে টাকা নেওয়ার হলে আপনাকে বেশ কিছু জিনিস বন্দক রাখতে হবে। যেমন ধরুন, এলআইসি বা অন্য কোনো জীবনবীমা, বাড়ির দলিল, শেয়ার ইত্যাদি। অপরদিকে অসুরক্ষিত ওভারড্রাফটের ক্ষেত্রে আপনাকে কোনো কিছু বন্দক রাখতে হবে না। উদাহরণ হিসেবে বলা যায়, ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন।

[ আরও পড়ুন ঃ

আজকেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়! এরকমই পূর্বাভাস আবহাওয়ার দপ্তরের। ]

আবেদন পদ্ধতি:

কিছু কিছু গ্রাহকের ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ আগে থেকেই ওভারড্রাফটের সুবিধা দিয়ে থাকেন কিন্তু সকল গ্রাহকের জন্য এই ফেসিলিটি থাকেনা। এক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পদ্ধতি মেনে ব্যাংকে আবেদন করতে হবে। আবদেন করা যায় লিখিত ভাবে অথবা ইন্টারনেটের মাধ্যমে।


ওভারড্রাফটের বিভিন্ন তথ্য:

1.  আপনি ওভারড্রাফটের সুবিধা নিলে তা নির্দিষ্ট দিষের মধ্যে পরিশোধ করতে হবে।

2. এই ঋণের টাকা সময়ের আগে আপনি যদি শোধ করতে চান সেক্ষেত্রে "প্রি পেমেন্ট" চার্জ কাটে ব্যাংক।

3. আপনি যেটুকু সময় এই ওভারড্রাফটের সুবিধা নেবেন ততদিনেরই সুদ নেবে ব্যাংক।

4. কোনো কারণবশত গ্রাহক এই টাকা পরিশোধ করতে না পারলে সেক্ষেত্রে তা বন্দক রাখা জিনিসের থেকে কেটে নেওয়া হয়। বিশেষ উল্লেখ্য, ওভারড্রাফটে নেওয়া টাকার পরিমাণ বন্দক রাখা জিনিসের মূল্যের বেশি হলে বাকি টাকা শোধ করতে হবে গ্রাহককে।

[ আরও পড়ুন ঃ

ভ্রমণপিপাসু মানুষদের জন‍্য রয়েছে সুবর্ণ সুযোগ,মাত্র 7000 টাকায় ঘুরে আসুন এই জায়গায়! ]

Post a Comment

0 Comments