কেনো বহিস্কৃত করা হলো হাওড়া জেলা সভাপতিকে? জানুন বিস্তারিত।
বিজেপি সুরজিত সাহাকে বহিস্কার করেছে। দলের বিরুদ্ধে প্রকাশ্যে বহিষ্কৃত হাওড়ার বিজেপি নেতা সুরজিত সাহা। বর্তমানে তিনি হাওড়া সদরের সভাপতি। শুভেন্দুর বিরুদ্ধে মুখ খুললেন বহিষ্কৃত বিজেপি নেতা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মুজামদারকে তাঁর অনুমতিতেই বহিষ্কার করা হয়।
আজ রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির রাজ্য নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন হাওড়া জেলার সভাপতি সুরজিত্ সাহা। তিনি বলেছিলেন,' শুভেন্দু অধিকারীর কাছে কোনো বিজেপি কর্মীকে সার্টিফিকেট নিতে হবে না। উনি তো মাত্র ৬ মাস আগে বিজেপেতে এসেছেন। ফলে তাকেই প্রমাণ করতে হবে তিনি সত্'।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
TMC : কলকাতা কর্পোরেশনের নির্বাচনে শূন্য এমনই মন্তব্য করলো তৃণমূল ]
এমনকি তিনি শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে গুলি ছোড়েন যে শুভেন্দু অধিকারীকে ঘুষ নিতে দেখা গেছে। তাঁর মন্তব্যের পরে, বিজেপি বিজেপি সভাপতি সুরজিৎ সাহাকে হাওড়া সাংগঠনিক জেলা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। তাকে বহিষ্কারের চিঠিও পাঠানো হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শাস্তি দিলেন সুরজিত সাহা।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
দল বহিষ্কার করার পরে কী মন্তব্য করলেন সুরজিত্ সাহা?
সুরজিত সাহা বলেন, 'শুভেন্দুরের কাছ থেকে সার্টিফিকেট নেব না। দল আজ বুঝবে না, যেদিন শুভেন্দু দল ছাড়বে সেদিন বুঝবে আমি কতটা অনুগত। শুভেন্দু বাবুর জন্য বহিষ্কার হলে আইনি পথেই হাঁটব। চব্বিশ ঘণ্টা রাজনীতি করতাম, এখন ভাবছি কী করব। আমার রক্তে বিজেপি নিয়ে আমি আর কোথাও যাব না।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
CPIM : ফের একলা চলো নীতির সিদ্ধান্ত নীতে পারে সিপিএম! কংগ্রেসের সঙ্গে আর জোট নয়,আলোচনা শুরু ]
0 Comments