মাত্র 499 টাকায় বুকিং, 2 ডিসেম্বর আসছে নতুন ইলেকট্রিক স্কুটার
হাতেগোনা মাত্র কয়েকদিন! আগামী মাসের ২রা তারিখে ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে বাউন্স ইনফিনিটি। ই-স্কুটারটি লঞ্চের দিন থেকেই বুক করা যাবে বলে কোম্পানি জানিয়েছে। তবে তারা আগামী বছর থেকে ডেলিভারি শুরু করবে। আশ্চর্যজনকভাবে, ই-স্কুটারটি মাত্র 499 টাকায় বুক করা যাবে। কোম্পানির দাবি যে আসন্ন বাউন্স ইনফিনিটি সম্পূর্ণরূপে ভারতে তৈরি।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
মাত্র 1699 টাকায় এই বাইক কিনুন! মাত্র 499 আপনি এই বাইকটি বুকিং করে নিতে পারেন। ]
Bounce Infinity ইলেকট্রিক স্কুটার সম্পর্কে
ইলেকট্রিক স্কুটারটির অন্যতম একটি আকর্ষণ হল ব্যাটারি সমেত অথবা ছাড়া কেনা যাবে এটি। হ্যাঁ শুনতে আজব মনে হলেও এটাই সত্যি! ব্যাটারি ছাড়া বাউন্স ইনফিনিটি কিনলে অনেকটাই কম মূল্য চোকাতে হবে। সে ক্ষেত্রে সংস্থাটির থেকেই ব্যাটারি ভাড়া নেওয়া যাবে। বাউন্সের ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্ক থেকে অল্প কিছু অর্থের বিনিময়ে খুব সহজেই মিলবে ফুল চার্জ্ড ব্যাটারি। এতে টু-হুইলারটির মূল্য ব্যাটারি সমেত মডেলটির তুলনায় ৪০% কম পড়বে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
বাউন্সের মতে, সাধারণ স্কুটারের মতো গ্রাহকরা চাইলে ব্যাটারি সহ গাড়িটি কিনতে পারেন। যাতে একটি স্মার্ট রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে। যা গ্রাহকরা ঘরে বসেই খুলতে পারবেন এবং প্রয়োজনে এবং সুবিধামত চার্জ করতে পারবেন। তবে কোম্পানিটি ইলেকট্রিক স্কুটারের কথা বলছে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
realme : রিয়েলমের ইলেকট্রিক বাইক নিয়ে চমক ]
প্রসঙ্গত, ইভি স্টার্টআপ সংস্থা Bounce সম্প্রতি ৬০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে 22Motors-এর ১০০% মালিকানা পাওয়ার বিষয়টি ঘোষণা করেছে। চুক্তি অনুযায়ী সংস্থাটির ভিওয়ারি, রাজস্থানের উৎপাদন ক্ষেত্র এবং অন্যান্য সম্পত্তি কুক্ষিগত করেছে তাঁরা। এর ফলে Bounce প্রতিবছর ১,৮০,০০০ ইউনিট স্কুটার তৈরীর সক্ষমতা পেল। এছাড়াও দক্ষিণ ভারতে একটি প্লান্ট তৈরি করার পরিকল্পনার কথাও জানিয়েছে তাঁরা।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
0 Comments