120 টাকা পযর্ন্ত ক্যাশব্যাক - কিভাবে পাবেন? জেনে নিন।
বর্তমানে শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবার হাতেই স্মার্টফোন দেখা যায়। আর ইন্টারনেট সংযোগ ছাড়া নিরাপদ স্মার্টফোন তাদের কাছে অকেজো। এই সময়ে দাঁড়িয়ে মানুষ সব কিছু ছাড়া বাঁচতে পারলেও তার স্মার্টফোন ও ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারে না। আর সেই কারণেই দেশের শীর্ষস্থানীয় দুটি টেলিকম সংস্থা জিও এবং এয়ারটেল প্রায়ই তাদের গ্রাহকদের খুশি করতে তাদের প্রিপেইড প্ল্যানের সাথে বিভিন্ন সুবিধা একত্রিত করে৷
টেলিকম সংস্থাগুলি মূলত ক্যাশব্যাক এবং অতিরিক্ত ডেটা কুপন অফার করতে দেখা যায়। সেগুলো পেয়ে ক্রেতারাও খুশি। সম্প্রতি, এয়ারটেল এবং জিও তাদের গ্রাহকদের জন্য কিছু অতিরিক্ত সুযোগ নিয়ে এসেছে। দেখে নিন কীভাবে সেই সুবিধাগুলো পাবেন।
[ আরও পড়ুন -
রিলায়েন্স জিও - বর্তমানে, রিলায়েন্স জিও, দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা, তার শুরু থেকেই গ্রাহকদের জন্য একাধিক সুবিধা নিয়ে এসেছে। কোম্পানি সেপ্টেম্বরে আরেকটি ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে। যা এখনো চলছে। তবে, আপনি শুধুমাত্র মাই জিও বা জিও-এর সাইট থেকে রিচার্জ করে এই ক্যাশব্যাক অফার পেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কোন প্ল্যানে আপনি এই সুবিধা পাবেন।
[ আরও পড়ুন -
২৪৯ টাকা - এটি জিওর একটি প্রিপেইড প্ল্যান। এই প্ল্যানের বৈধতা থাকে ২৮ দিন। যেখানে আপনি প্রত্যেকদিন ২ জিবি করে ডেটা এবং ১০০ টি করে এসএমএস পাবেন ফ্রিতে। এছাড়াও আনলিমিটেড ভয়েস কল সহ JioTV, JioCinema, JioSecurity, JioNews, এবং JioCloud এর সাবস্ক্রিপশন পাবেন ফ্রিতে। এই প্রিপেইড প্ল্যানটি আপনি যদি রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি পাবেন ৫০ টাকা ক্যাশব্যাক। যেটি আপনি জিও মার্ট এর মাধ্যমে খরচ করতে পারবেন।
[ আরও পড়ুন -
৫৫৫ টাকা - এটিও জিওর একটি প্রিপেইড প্ল্যান। যার বৈধতা ৮৪ দিন। এই প্ল্যানে আপনি দৈনিক ১.৫ জিবি করে ডেটা এবং ১০০ টি করে এসএমএস পেয়ে যাবেন। বাকি সব সুবিধার ২৪৯ এর মতো। এই প্ল্যানটি রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন ১১১ টাকার ক্যাশব্যাক। এটিও।শুধুমাত্র জিও মার্টের মাধ্যমেই কাটাতে পারবেন।
[ আরও পড়ুন -
Samsung Galaxy A13 5G স্পেসিফিকেশন 50-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা সেন্সর ]
৫৯৯ টাকা - এই প্রিপেইড প্ল্যানটিও ৮৪ দিনের জন্য। এক্ষেত্রে শুধু দৈনিক ডেটা দেওয়া হবে ২ জিবি করে। এছাড়া ২৪৯ টাকার সুবিধা গুলিও পাবেন। এই প্ল্যান রিচার্জে আপনি ক্যাশব্যাক পাবেন ১২০ টাকা। এটিও আপনি ব্যবহার করতে পারবেন জিও মার্টে।
Airtel -এয়ারটেল কিছু প্রিপেড রিচার্জ প্ল্যানের জন্য কিছু দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে। অতিরিক্ত ডেটা কুপন থেকে ক্যাশব্যাক সবকিছু। তবে এয়ারটেল জিওর মতো সবাইকে এই সুবিধা দেয় না। কোম্পানি কর্তৃক নির্বাচিত গ্রাহককে অফার দেওয়া হয়। সেক্ষেত্রে অফার প্রাপ্ত ব্যক্তিকে এসএমএসের মাধ্যমে জানানো হয়। যাইহোক, শুধুমাত্র একজন ব্যক্তি অফার মেয়াদে বিজয়ী হতে পারেন। এই অফারের পরে আপনি আমার কুপন বিকল্পটি ব্যবহার করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কোন রিচার্জ প্ল্যানে অফার রয়েছে।
২৮৯ টাকা - এয়ারটেলের ২৮৯ টাকার প্ল্যানটি একটি প্রিপেইড প্ল্যান। এর বৈধতা ২৮ দিন। এতে আপনি দৈনিক ১.৫ জিবি ডেটা ১০০ এসএমএস সহ HelloTunes ও Airtel XStream ব্যবহার করতে পারবেন বিনামূল্যে। এই প্ল্যানের ক্ষেত্রে আপনার প্ল্যানের মেয়াদ অর্থাৎ ২৮ দিনের জন্য দুটি ১ জিবি ডাটার অতিরিক্ত ডাটা কুপন দেওয়া হচ্ছে।
৫৯৯ টাকা - এই প্রিপেইড প্ল্যানটির বৈধতাও ২৮ দিন। তবে এতে ৩ জিবি ডেটা ও এক বছরের Disney+ HotStar এর বিনামূল্যের সাবস্ক্রিপশন বাদে ২৮৯ টাকার সমস্ত সুবিধা গুলি মিলবে। এই প্ল্যানের ক্ষেত্রে আপনি অফারের মাধ্যমে পেয়ে যেতে পারেন ৪ টি ১ জিবি অতিরিক্ত ডেটা কুপন। যেগুলি ৫৬ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
এছাড়াও আপনি ১ জিবি অতিরিক্ত ডেটার দুটি করে কুপন অফারে পাবেন ২৪৯,২৭৯,২৮৯,২৯৮, ৩৪৯,৩৯৮ টাকার প্রিপেইড প্ল্যান গুলিতে। পাশাপাশি ৫৬ দিনের মেয়াদ যুক্ত ১ জিবি অতিরিক্ত ডেটার ৪ টি কুপন পেয়ে যাবেন ৩৯৯,৪৪৯,৫৫৮ টাকার প্ল্যানে। আবার ৮৬ দিনের মেয়াদ যুক্ত ৬ টি ১ জিবি অতিরিক্ত ডেটার কুপন পাবেন ৫৯৮,৬৯৮ টাকার প্ল্যানে।
0 Comments