khabor24ghonta
তৈলাক্ত এবং ব্রণ প্রবণ ত্বকের জন্য মুলতানি মাটি খুবই উপকারী।
এটি ত্বকের অতিরিক্ত তেল ও ধুলাবালি দূর করে ত্বককে নরম ও মসৃণ করে। এছাড়াও মুলতানি মাটি ত্বককে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করে। মুলতানি মাটি কিভাবে ব্যবহার করবেন?
* টানটান ত্বক পেতে চান সকলেই। মুলতানি মাটি ত্বককে টানটান করে। চন্দন গুঁড়ো, গোলাপ জল আর মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে মুখে মাখলে ত্বক টানটান হবে টানটান।
[ আরও পড়ুন : khabor24ghonta
* সুস্থ ত্বকের জন্য মধু খুবই উপকারী। আর তা যদি জুটি বাঁধে মুলতানি মাটির সঙ্গে তা হলে তো কথায় নেই। সূ্র্যের প্রখর তাপে পুড়ে ত্বকের প্রদাহ বৃদ্ধি পায়। মুলতানি মাটির সঙ্গে মধু মিশিয়ে মাখলে আরাম পেতে পারেন।
[ আরও পড়ুন : khabor24ghonta
Date-খেজুর : শরীরের কোলেস্টরল নিয়ন্ত্রণ রাখতে এবং হার্টকে সুস্থ রাখতে শীতকালে খান এই খাবার ]
* ত্বক যদি খুব রুক্ষ হয়ে থাকে, সে ক্ষেত্রে মুলতানি মাটির সঙ্গে বাদাম গুঁড়ো এবং কাঁচা দুধ মিশিয়ে মিশ্রণ বানিয়ে ত্বকে লাগাতে পারেন। অল্প দিনেই ত্বক হবে কোমল ও মসৃণ।
* মুখের কালো দাগ-ছোপ থেকে মুক্তি পেতে সাহায্য করে মুলতানি মাটি। টমেটোর রস আর মুলতানি মাটির মিশ্রণ সপ্তাহে দু’দিন ব্যবহার করলে আপনি পেতে পারেন দাগহীন, উজ্জ্বল ত্বক।
[ আরও পড়ুন : khabor24ghonta
Tea : কী দিয়ে চা বানালে শীতকালে ফুসফুস এর বিশেষ যত্ন নেওয়া যাবে? ]
* যাঁদের ত্বক খুব তৈলাক্ত তাঁরা মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে মাখতে পারেন।
[ আরও পড়ুন : khabor24ghonta
Dengue Fever:ডেঙ্গি হেমোরেজিক সাধারণ Dengue-র চেয়েও বিপজ্জনক , এই রোগের উপসর্গ কী? ]
0 Comments