বুধবার সকালে 'চায়ে পে চর্চা'য় বার্নপুর বাসস্ট্যান্ডে আসেন দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল।
ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের উপর চলমান হামলা, সায়নী ঘোষের গ্রেফতার এবং তার প্রতিবাদের প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের সামনে তৃণমূল সাংসদের উন্মাদনায় গোটা দেশ। কিন্তু বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল সাংসদের প্রতিবাদকে অশালীন ভাষায় নিন্দা করেছেন। তৃণমূল সাংসদের দিকে কটাক্ষ করলেন দিলীপ, "কে ঘরে ঘরে ঘুরে হাততালি দেয়? জানেন কী?'' এই মন্তব্যের ২৪ ঘণ্টারও কম সময় পরে। এবার তৃণমূলের প্রতিবাদের মুখোমুখি হলেন দিলীপ ঘোষ।
বুধবার বার্নপুর বাসস্ট্যান্ডে 'চায়ে পে চর্চা'য় এসেছিলেন দিলীপ সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেই সময়ই দিলীপ ঘোষের গাড়ির সামনে ওঠে ‘খেলা হবে’ স্লোগান। এমনকী ‘দিলীপ ঘোষ মুর্দাবাদ’ বলেও সোচ্চার হয় তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা। রীতিমতো বিরক্তবোধ করেন দিলীপ ঘোষ।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
তিনি হকচকিয়ে যান। পরিস্থিতি দেখে পাল্টা এগিয়ে আসেন বিজেপির নেতা–কর্মীরা। তাঁরা দলের সর্বভারতীয় সহ সভাপতিকে দেখে পালটা নরেন্দ্র মোদি জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ বলে স্লোগান দিতে শুরু করেন নেতা–কর্মীরা।
বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল ক্ষিপ্ত হয়ে বললেন, "এটাই হচ্ছে। দিলীপ দা এখানে এসেছিলেন সমর্থকদের সঙ্গে কথা বলতে। কিন্তু তাঁকে ঘিরে স্লোগান বাজবে। কারণ এটা কী? নিজেরা নিজেদের কাজটুকু করুন। মুখ্যমন্ত্রী কেন পেট্রোল-ডিজেলের দাম কমাচ্ছেন না!'' পরিস্থিতি সামাল দিতে র্যাফ পর্যন্ত নামাতে হয়।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
প্রসঙ্গত, ত্রিপুরায় গ্রেফতার হলেন তৃণমূল যুব সভাপতি সায়নী ঘোষ। তৃণমূলের অভিযোগ, ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে। প্রথমে অমিত শাহের কাছ থেকে খুব একটা সময় পাননি তৃণমূল সাংসদরা। অবশেষে নর্থ ব্লকে বিক্ষোভ দেখালেন সাংসদরা। অবশেষে অমিত শাহ তাদের ডেকে শোনেন। কিন্তু এর মাঝেই দিলীপ ঘোষের অশালীন মন্তব্যের জবাব রাজ্য রাজনীতিতে। এরপরই আজ বিক্ষোভের মুখে পড়েন তিনি।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Viral Video : ভিডিও টুইট করে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ! ]
0 Comments