khabor24ghonta |
এই কাজটি করতে গেলে আপনাকে নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে? জেনে নিন বিস্তারিত।
শাস্ত্র মতে বৃহস্পতিবারকে লক্ষ্য হিসেবে ধরা হয়। আর দেবী লক্ষী মূলত সম্পদের দেবী। বেশিরভাগ হিন্দুরা প্রতি বৃহস্পতিবার বাড়িতে দেবী লক্ষ্মীর পূজা করে। সেদিন লক্ষীকে পাঁচালি পড়তে দেখা যায়। পরিবারের সুখ ও আর্থিক দিক থেকে মানুষের বিশ্বাসের প্রভাব শক্তিশালী হবে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় লক্ষ্মী দেবীর আরাধনা করেও অনেকে আর্থিকভাবে সচ্ছল হতে পারেন না।
[ আরও পড়ুন ঃ
Horoscope : শুক্রবারে জেনে নিন নক্ষত্রযোগ! রাহুর কাল পড়বে কোন রাশির উপর? ]
তবে এই ক্ষেত্রে, আপনি যদি বৃহস্পতিবার চালের পরিবর্তে একটি বিশেষ জিনিস দিয়ে থাকেন তবে আপনি সহজেই অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাবেন।
[ আরও পড়ুন ঃ
Horoscope :এই ৫ রাশির জাতকরা চোখের নিমেষে মিথ্যে বলেন ]
অর্থনৈতিক সঙ্কট দূর করতে এই নিয়মটি মেনে চলুন - আপনি প্রতি বৃহস্পতিবারই যদি দেবী লক্ষীর পুজো করার পরেও দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সঙ্কটে ভুগে থাকেন তাহলে আপনি এই নিয়মটি মেনে চলুন। এক্ষেত্রে আপনাকে একটি স্টীলের গ্লাস নিতে হবে। ওই গ্লাস টি ভর্তি করে চাল নিন। এবার ওই গ্লাস ভর্তি চালের মধ্যে একটি ১ টাকার কয়েন এবং একটি হলুদের গাঁট ঢুকিয়ে রাখুন। এবার ওই গ্লাসটি দেবী লক্ষীর সামনে রেখে বৃহস্পতিবার দিন মা লক্ষীর পুজো করার পর গ্লাসটিকেও পুজো করুন।
[ আরও পড়ুন ঃ
বৃহস্পতিবার, কোন কোন রাশির ওপর দেবি লক্ষী র কৃপাদৃষ্টি পড়বে? ]
যেই কথাগুলি মাথায় রাখবেন - উপরিউক্ত পদ্ধতিটি মেনে চলতে গেলে বেশ কয়েকটি নিয়ম মাথায় রাখতে হবে। যার প্রথমটায় হচ্ছে মনে বিশ্বাস। যদি আপনি বিশ্বাস নিয়ে এই কাজ করেন তবেই এটি আপনার কাজে আসবে। সেই কারনে যদি এই পদ্ধতিতে বিশ্বাস না থাকে সেক্ষেত্রে না করাই ভালো। এছাড়াও আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে প্রতি বৃহস্পতিবারই এই কাজটি আপনাকে করতে হবে। পুজো করার সময় শুদ্ধ হয়ে এবং শুদ্ধ জামাকাপড় পরে পুজো করা বাঞ্চনীয়। এছাড়াও পুজো হয়ে গেলে ওই গ্লাস ভর্তি চাল গুলি রেখে দিতে হবে আপনার চালের জায়গায়। ফলত এই নিয়মগুলি যদি আপনি মেনে চলেন সেক্ষেত্রে খুব সহজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
[ আরও পড়ুন ঃ
এই ৫ রাশির জন্য আগামী বছর দুর্দান্ত! চাকরি-ব্যবসায় 'মহা-লাভ' ]
0 Comments