এই বদ অভ্যাস থেকে মুক্তি পেতে চান অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কিভাবে? জেনে নিন।khabor24ghonta
টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার স্পষ্টভাষী মানসিকতা অনেকের কাছেই আকর্ষণীয়। শ্রীলেখাকে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে দেখা যায়। অভিনয়ের পাশাপাশি তিনি সারমেয়প্রেমী হিসেবেও বেশ পরিচিত।
কয়েকদিন আগে এই সরমা প্রেমের জেরে নিজের বাড়ির প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন এই অভিনেত্রী। তারা একটি কুকুরকে তার বাড়িতে একটি বাচ্চা মেয়েকে কামড়াতে দেখেছে। এই ঘটনায় শ্রীলেখার ওপর বেশ ক্ষুব্ধ বাসিন্দাদের অনেকেই। কুকুরটিকে বিষ খাওয়ানোর হুমকি দেওয়া হয়েছিল তাকে।
[ আরও পড়ুন ঃ
বকেয়া বিল, বেনারসের হোটেলে প্রিয়াঙ্কার বোনের ১৫০ কর্মী গ্রেফতার! ]
| khabor24ghonta |
শ্রীলেখা মিত্র প্রতিবাদ করলে বেশ কয়েকজন প্রতিবেশী তার ফ্ল্যাটের সামনে ময়লা ফেলার হুমকি দেন। এ ঘটনায় শ্রীলেখা ফেসবুক লাইভে কেঁদে বলেন, তিনি সব কুকুরকে প্রতিষেধক দিয়েছেন, সম্ভবত খেলার ছলে বাচ্চা মেয়েটিকে কুকুরটি কামড় দিয়েছে। কিন্তু এক্ষেত্রে বাড়ির সবাই তাকে আক্রমণ করছে। তাই শ্রীলেখা বাড়ি ছেড়ে চলে যাবেন বলে জানান।
[ আরও পড়ুন ঃ
Sreelekha Mitra dance on Manike Mage Hithe 'মানিকে মাগে হিতে'-র ফিউশনে শ্রীলেখার সে কী নাচ ]
কয়েকদিন আগে বাবাকে হারিয়েছেন তিনি। এরপর মন ভালো রাখতে আবার স্বাভাবিক জীবনে প্রবেশ করছেন শ্রীলেখা। এবার একটা বদ অভ্যাস চিরতরে ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন।
কি অভ্যাস ত্যাগ করার কথা ঘোষণা করলেন শ্রীলেখা?
শ্রীলেখা এতদিন ধরে একটা বদ অভ্যাসের মধ্যে লিপ্ত। তিনি বলেন, কলেজ জীবন থেকেই তিনি ধূমপানে আসক্ত। কিন্তু এতদিন পর এই বদ অভ্যাসকে বিদায় জানাতে বদ্ধপরিকর শ্রীলেখা। অভিনেত্রী বলেছিলেন যে তিনি তার বাবাকে ধূমপানের জন্য বারবার ধমক দিয়েছিলেন, কিন্তু হাল ছাড়তে পারেননি।
[ আরও পড়ুন ঃ
নরকের জন্য কোন জায়গা হবে না", হাসপাতালের বিছানায় কাঁদতে কাঁদতে অভিশাপ দিলেন কঙ্গনা। ]
তবে এবার এই বদ অভ্যাসকে চিরতরে বিদায় জানাতে চলেছেন বলে জানিয়েছেন তিনি। সাম্প্রতিক একটি পোস্টে, শ্রীলেখা বারবার বলেছেন যে তিনি তার বাবাকে মিস করেন। তিনি জানান, তার বাবা তাকে বারবার এই বদ অভ্যাস ত্যাগ করতে বলেছেন।
| khabor24ghonta |
তাই এবার সিগারেটকে বিদায় জানাতে চলেছেন তিনি। তিনি বলেন, এখন থেকে তিনি এই বদ অভ্যাস পুরোপুরি ত্যাগ করবেন। আর সেই সঙ্গে অন্যদেরও এই বদ অভ্যাস থেকে নিজেকে মুক্ত করার পরামর্শ দেন।
[ আরও পড়ুন ঃ

0 Comments