Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

শনির সাড়েসাতি থেকে জাতক-জাতিকারা কিভাবে মুক্তি পাবেন? উপায় জেনে নিন

 

শনির সাড়েসাতি থেকে জাতক-জাতিকারা কিভাবে মুক্তি পাবেন? উপায় জেনে
khabor24ghonta

শনির কু-প্রভাব থেকে  কী করে মুক্তি পাওয়া যাবে? জেনে নিন উপায়।


শনিগ্রহ বা শনির কথা শুনলেই সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তবে শাস্ত্র মতে শনির দুটি গুণ রয়েছে। শনি একদিকে যেমন অশুভ গ্রহ তেমনি এই গ্রহটি কর্মের কারণ। এই গ্রহটি মূলত ন্যায়ের বিচারক এবং পরম পবিত্র গ্রহ। যদিও শনি গ্রহের সমস্ত স্থানীয়দের উপর প্রভাব নিয়ে সবাই আতঙ্কিত, তবে এই গ্রহটি প্রকৃতপক্ষে স্থানীয়দের বাস্তববাদী করে তোলে। চলুন জেনে নেওয়া যাক শনির রাশি কী এবং এর শুভ প্রভাব পাওয়ার উপায় কী।

শনির সাড়েসাতি -

শাস্ত্র অনুসারে শনি হল সবচেয়ে ধীরগতির গ্রহ। তার মানে শনি একটি রাশি থেকে অন্য রাশিতে প্রবেশের জন্য প্রায় 2 বছর 6 মাস সময় পায় না। অন্য কথায়, রাশিচক্রে এই গ্রহের অবস্থান যেমন দীর্ঘ, তেমনি শনি সেই রাশির জাতকদের উপর দীর্ঘকাল প্রভাব ফেলে।  শাস্ত্র মতে শনির সাড়েসাতি বলতে বোঝায় চন্দ্র রাশির দ্বাদশে, চন্দ্র রাশিতে ও চন্দ্র রাশির দ্বিতীয়ে যখন শনি অবস্থান করে সেই সময় কালকে ই বোঝায়। 

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Astro Horoscope : আজ বৃহস্পতিবার 24শে নভেম্বর 2021, এই রাশিগুলির জাতক-জাতিকারা আজ মা লক্ষীর আশীর্বাদ পাবেন ]


শনির সাড়েসাতি থেকে মুক্তির উপায় -

সবাই মনে করে শনির গ্রহ মানেই অনেক খারাপ প্রভাব। কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। শনির প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই ক্ষেত্রে, গ্রহের অবস্থান একটি প্রধান ভূমিকা পালন করে। যখন দ্বাদশে শনি অবস্থান করার সাথে সাথে সাড়েসাতি শুরু হয় ওই একই সময়ে আবার যদি একই সাথে রাশির তৃতীয়ে বৃহস্পতিও অবস্থান করে সেক্ষেত্রে সাড়েসাতির কোন কুপ্রভাব জাতকের ওপর পড়েনা।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

তবে শুধু বৃহস্পতি নয় বরং রাশির তৃতীয়ে রবি বাদে যেকোন গ্রহই যদি অবস্থান করে সেক্ষেত্রেও শনির সাড়েসাতি থেকে মুক্ত থাকবে জাতক জাতিকারা। আসলে রবি গ্রহ শনির সাড়েসাতির ওপর কোন প্রভাব ই বিস্তার করেনা ।সেই কারনেই রবি গ্রহ কু বা সু কোন প্রভাব বিস্তার করেনা জাতক জাতিকাদের ওপর। তবে এক্ষেত্রে বৃহস্পতির অবস্থান কাল থাকে সর্বোচ্চ এক বছর। অর্থাৎ ওই সময় পর্যন্তই জাতক জাতিকারা শনির সাড়েসাতির কু প্রভাব থেকে মুক্ত থাকবে। অপরদিকে রাহু বা কেতুর ক্ষেত্রে সেই সময়টি দাঁড়াবে ১ বছর ৬ মাস পর্যন্ত।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Post a Comment

0 Comments