Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

রিল‍্যান্স জিও সংস্থা JIO PHONE NEXT এরপর কম দামে বাজারে আনছে Jiobook Laptop

রিল‍্যান্স জিও সংস্থা JIO PHONE NEXT এরপর কম দামে বাজারে আনছে JIOBOOK LAPTOP
khabor24ghonta
 

কম দামের এই Laptop এ কি কি ফির্চাস পাবেন? জেনে নিন।

বাজারে জিও ফিচার ফোন এবং জিও ফোন নেক্সট লঞ্চ হওয়ার পর এবার বাজারে আসতে চলেছে জিও-র আরও একটি ইলেকট্রিক গ্যাজেট। জিও-র এই বছরের চাকচিক্য ল্যাপটপ বা নোটবুক। কিছু দিন আগে XDA ডেভেলপাররা জানিয়েছিল যে জিও খুব শীঘ্রই ভারতে একটি নোটবুক বা ল্যাপটপ লঞ্চ করতে চলেছে, কিন্তু এখন সেই ল্যাপটপটি অভ্যন্তরীণ পরীক্ষার অবস্থায় রয়েছে। অর্থাৎ এই ল্যাপটপ বাজারে আসতে আর দেরি নেই।

মডেল নাম:

বেঞ্চমার্কিং ওয়েবসাইট গিকবেঞ্চেও এই ল্যাপটপ দেখা গিয়েছে, এছাড়া এই ল্যাপটপ ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড-এও তালিকাভুক্ত হয়েছে। আপাতত যেসব মডেল নাম্বার সম্পর্কে জানা গিয়েছে তা‌ হল- NB1118QMW, NB1148QMW এবং NB1112MM ।

আরও পড়ুন - 

জিও নোটবুক স্পেসিফিকেশন:

এই ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড-এও তালিকা থেকেই জিও ল্যাপটপ বা নোটবুকের বিভিন্ন ফিচার এবং স্পেশিফিকেশন সামনে উঠে এসেছে। দেখে নিন আপনিও- 


১. মডেল নম্বর NB1112MM সহ JioBook-এ 2GB RAM এবং প্রসেসর হিসাবে রয়ছে MediaTek MT6788 চিপসেট । এতে অপারেটিং সিস্টেম থাকবে Jiobook Android 11 । এছাড়া এটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর পরীক্ষায় 1178 এবং মাল্টি-কোর পরীক্ষায় 4246 স্কোর করেছে।


২. XDA Developers জানিয়েছে, এই নোটবুকে 1366*768 পিক্সেল রেজোলিউশন সহ এইচডি ডিসপ্লে থাকবে। এর থেকে বেশি তথ্য সম্পর্কে এখনও জানা সম্ভব হয়নি।


৩. জিও নোটবুকের টপ-এন্ড ভ্যারিয়্যান্ট 4GB LPDDR4x RAM এবং 64GB eMMC 5.1 ইন্টারনাল স্টোরেজ সহ দেখা যেতে পারে। 

আরও পড়ুন - 


৪. কানেক্টিভিটির জন্য JioBook-এ 4G LTE ছাড়াও রয়েছে ডুয়াল ব্যান্ড Wi-Fi এবং HDMI-ইত্যাদি বিভিন্ন কানেকটিভিটি। 


৫. এছাড়াও Jio Store, Jio Meet এবং Jio Pages-এর মতো বিভিন্ন জিও অ্যাপগুলি এই নোটবুকে আগে থেকে ইনস্টল করা থাকবে।

আরও পড়ুন - 

Post a Comment

0 Comments