কে কে ভিজিট করলো আপনার Facebook Profile? জেনে নিন সহজ কয়েকটি পদ্ধতির মাধ্যমে।
বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়া ছাড়া চলতে পারি না। সেখানে আমরা বন্ধুদের সাথে কথা বলা থেকে শুরু করে অনেক কাজ করি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট অপরিচিতদের সাথে পরিচিত হওয়ার অন্যতম মাধ্যম হিসেবে আবির্ভূত হচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
[ আরও পড়ুন -
অনেক ক্ষেত্রে, যদি আমরা একটি প্রোফাইল পছন্দ করি, আমরা সেই ফেসবুক প্রোফাইলে যাই এবং সেখানে আপলোড করা ছবি থেকে শুরু করে আপলোড করা সমস্ত তথ্য দেখি। কিন্তু আমাদের মধ্যে কোথাও একটা সুপ্ত ইচ্ছা আছে কে আমার ফেসবুক প্রোফাইলে ভিজিট করছে। এক্ষেত্রে আমরা মাঝে মাঝে বেশ কিছু অ্যাপ ব্যবহার করি, যা বেশ ঝুঁকিপূর্ণ। এই অ্যাপটিতে আপনার ডেটা হ্যাক করার সম্ভাবনা রয়েছে। তবে এই প্রতিবেদনে আমি আপনাকে এমন একটি পদ্ধতি বলব যা খুবই নিরাপদ এবং আপনি সহজেই জানতে পারবেন কে আপনার প্রোফাইল ভিজিট করেছে।
[ আরও পড়ুন -
কীভাবে জানবেন কে কে ভিজিট করল আপনার ফেসবুক প্রোফাইলে?
* এর জন্য প্রথমে আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপে ব্রাউজার থেকে ফেসবুকে লগ ইন করুন।
* এবার ফেসবুকের হোম পেজে রাইট ক্লিক করুন এবং সেখান থেকে "ভিউ পেজ সোর্স" অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে একটি কোড ভর্তি পেজ ওপেন হবে।
* এই নতুন পেজে ctrl+F প্রেস করুন। এর ফলে সার্চ উইন্ডো ওপেন হবে। সেখানে BUDDY_ID লিখে সার্চ করুন।
* এরপর এই ট্যাগের ডান দিকে ১৫ অঙ্কের কোড পরিলক্ষিত হবে। এরমভাবে একাধিক কোড দেখা যাবে এই ট্যাগের পাশে। এগুলোই হল আপনার প্রোফাইল ভিজিট করা ফেসবুক প্রোফাইলের আইডি।
* এরপর এই আইডি কার তা জানার জন্য ব্রাউজারে facebook.com/ দিয়ে ১৫ অঙ্কের কোডটি লিখুন , তাহলেই আপনি জানতে পারবেন সেই প্রোফাইলটি কার।
0 Comments