khabor24ghonta |
নন্দীগ্রাম মামলা একই দিনে দিল্লি ও কলকাতায়, সুপ্রিম কোর্টে শুভেন্দু, হাই কোর্টে মমতা
প্রায় চার মাস পর সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে উঠছে নন্দীগ্রাম ভোটের মামলা। সোমবার এ মামলার শুনানি হতে পারে। মুখ্যমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টে কী হয় তার ওপর হাইকোর্টের শুনানি নির্ভর করবে বলে মনে করছেন আইনজীবীরা। ফলে প্রয়োজনে উচ্চ আদালতে শুনানি আবারও পিছিয়ে যেতে পারে।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লক্ষ্য ছিল রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে জুন মাসে হাইকোর্টে এই মামলার প্রথম শুনানি হয়। তবে মুখ্যমন্ত্রীর আপত্তিতে ৫ লাখ টাকা জরিমানা করে মামলা থেকে খালাস পান বিচারপতি চন্দা। পরে জুলাই মাসে মামলাটি বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে যায়।
কিন্তু এক্ষেত্রে বেঞ্চ বদল হওয়ায় ঘুরে দাঁড়ালেন শুভেন্দু। তিনি দৃঢ়তার সাথে বলেছিলেন যে তার স্বীকারোক্তি নির্যাতনের মাধ্যমে প্রাপ্ত হয়েছিল এবং তার স্বীকারোক্তি নির্যাতনের মাধ্যমে প্রাপ্ত হয়েছিল। কলকাতা হাইকোর্টে অবিশ্বাস প্রকাশ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। সেখানে তাঁর পিটিশন, কলকাতা হাইকোর্টে মমতার পিটিশন, এই একটি ছাড়া অন্য কোনও রাজ্যে বদলি করা হোক। এ অবস্থায় মামলাটি সুপ্রিম কোর্টে যায় এবং বিচারপতি সরকার হাইকোর্টে শুনানি তিন মাসের জন্য স্থগিত করেন। এই নভেম্বরে আবার শুনানি শুরু হওয়ার কথা ছিল। সোমবার হাইকোর্টে উঠছে নন্দীগ্রাম মামলা।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
কিন্তু তাতেও তৈরি হল জট। কারণ, এত দিনে মামলাটির কোনও অগ্রগতি হয়নি সুপ্রিম কোর্টে। ঘটনাচক্রে, সেখানেও সোমবারই উঠছে মামলাটি। শীর্ষ আদালত সূত্রে খবর, বিচারপতি হিমা কোহলীর বেঞ্চে হতে পারে নন্দীগ্রাম ভোট মামলার শুনানি। ফলে একই দিনে দু’জায়গায় শুনানির সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে এই আইনি জট নিয়ে আইনজীবীদের একাংশ মনে করছেন, যে হেতু শীর্ষ আদালতে মামলাটি উঠছে, তাই হাই কোর্টে শুনানি না-ও হতে পারে। তবে সোমবারই জানা যাবে কোন পথে এগোবে এই মামলার ভবিষ্যৎ।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
0 Comments