Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

সপ্তাহান্তে ফের নিম্নচাপের আশঙ্কা রাজ‍্যে! প্রতিটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

সপ্তাহান্তে ফের নিম্নচাপের আশঙ্কা রাজ‍্যে! প্রতিটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
khabor24ghonta
ফের নিম্নচাপ বঙ্গে! কী বলছেন আবহাওয়াবিদরা জেনে নিন।


এ বছর মনে হচ্ছে বাংলার মানুষ কোনো চাপেই হাল ছাড়ছে না। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আগ পর্যন্ত তা হয়ে ওঠে নিত্য বৃষ্টির সঙ্গী। তবে কয়েকদিন পর ধীরে ধীরে শীতের প্রভাব অনুভব করতে শুরু করে নগরবাসী। শীতের পরও বিষণ্নতার কমতি নেই। গত সপ্তাহে আবারো হতাশার সাক্ষী হলো সাধারণ মানুষ। বিষণ্ণতা কমার পর ইতিমধ্যেই শীত বাড়তে শুরু করেছে। তবে আবারও নিম্নচাপের কথা জানিয়েছে হাওয়া অফিস।

পড়ছে শীত - ইতিমধ্যেই হাওয়া অফিস সূত্র থেকে জানিয়ে দেওয়া হয়েছে নিন্মচাপ কেটে যাওয়ার কথা। আর এই নিন্মচাপ কেটে যাওয়ার ফলেই উত্তুরে হাওয়া কোন বাঁধা ছাড়াই প্রবেশ করছে বঙ্গে। আর যার ফলেই বিগত দুই একদিন থেকেই তাপমাত্রার পারদ নিনম্মুখী হচ্ছে। 

[ আরও পড়ুন ঃ

যুব নেতাদের উপর ভরসা করে এবার পুরভোটের প্রার্থী তালিকার বড়োসড়ো পরিবর্তন করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো! ]

যার ফলেই কলকাতা সহ উত্তরবঙ্গ বা পশ্চিমাঞ্চল গুলিতেও দেখা মিলছে শীতের। জানা গেছে আগামী বেশ কয়েকদিন এই শীতের প্রভাব বজায় থাকবে। এছাড়াও দেখা মিলবে শিশির এরও। ফলত রাত থেকে ভোর পর্যন্ত দেখা মিলবে ভালোরকম শীতের। তবে বেলার দিকে প্রখর রোদের দেখা মিলবে। 

[ আরও পড়ুন ঃ

এবার মুখ‍্যমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র! ]

ফের নিন্মচাপ - ফের আরো একবার নিন্মচাপের আশঙ্কার কথা জানালো হাওয়া অফিস। ইতিমধ্যেই জানা গেছে আরব সাগর ও মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি নিন্মচাপ। আর যার জেরে রাজ্যে প্রবেশ করছে প্রচুর জলীয় বাষ্প। এর ফল স্বরূপ সপ্তাহের শেষ ও শুরুর দিন অর্থাৎ আগামী রবিবার ও সোমবার দেখা মিলবে বৃষ্টির। আর তার সাথেই ফের কেটে যাবে শীতের আমেজ। যার কারন উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। যার ফলে ফের বাড়বে গরম। তবে জাকিয়ে শীত আসতে যে এখন ঢের দেরী সেকথাও জানিয়েছে হাওয়া অফিস।

[ আরও পড়ুন ঃ

নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে খুন করার দায়ে গ্রেপ্তার বিজেপির দাপুটে নেতা! ]

Post a Comment

0 Comments