পশ্চিমবঙ্গে রুপশ্রী প্রকল্প প্রচুর গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। পশ্চিমবঙ্গের একটি জেলা পুনরায় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রাজ্যের অন্যতম স্বপ্নের প্রকল্প রূপশ্রীর বিভিন্ন কাজে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে আবেদনকারীকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে এবং সেই জেলার বাসিন্দা হতে হবে যেখানে বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ করা হয়েছিল। গ্রুপ সি-এর সমমানের সরকারি চাকরি পাওয়ার দারুণ সুযোগ। চাকরি পেলে আপনার জেলার রূপশ্রী অফিসে পোস্টিং দেওয়া হবে। নীচে আমরা শূন্যপদ, যোগ্যতা, বয়স এবং অন্যান্য বিবরণ বিস্তারিতভাবে আলোচনা করি। যারা ইচ্ছুক তাদের শেষ পর্যন্ত পড়তে হবে।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
রাজ্যের প্রতিটি জেলায় প্রচুর গ্রুপ-সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার! ]
পদের নাম : একাউন্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটর
মোট শূন্যপদ : 37 টি
নিচে শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হল :
1. একাউন্টেন্ট (Accountant)
মোট শূন্যপদ : 6 টি
যোগ্যতা : কমার্স বিষয়ের উপর গ্রেজুয়েট পাশ করলে আবেদন করতে পারবে এবং সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।
এমনি এমএস ওয়ার্ড, টেলি, শিট, এক্সেল এর যাবতীয় কাজ জানতে হবে।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
খাদ্য দপ্তরে অ্যাডিশনাল DEO পদে চাকরি- অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন ]
বয়স: আবেদনকারীর বয়স সাধারণত 18-40 এর মধ্যে হতে হবে এবং সংরক্ষিত দের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
2. ডাটা এন্ট্রি অপারেটর ( Data Entry Operator)
মোট শূন্যপদ : 31 টি
[ আরও পড়ুনঃ khabor24ghonta
খাদ্য দপ্তরে অ্যাডিশনাল DEO পদে চাকরি- অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন ]
যোগ্যতা : যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবে সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ বাধ্যতামূলক। এর পাশাপাশি কম্পিউটার এর যাবতীয় কাজ জানতে হবে যেমন এমএস ওয়ার্ড, এক্সেল।
বয়স: আবেদনকারীর বয়স সাধারণত 18-40 এর মধ্যে হতে হবে এবং সংরক্ষিত দের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
Rail Jobs: পশ্চিমবঙ্গে রেলের একাধিক পদে চলছে নিয়োগ ]
আবেদন পদ্ধতি : এই পদে আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে নিয়োগ করতে হবে। নিচে আবেদন ফর্ম ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে তা পূরণ করে জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি : দুটি ক্ষেত্রেই প্রথমে লিখিত পরীক্ষা ও পরে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ দিয়ে নিয়োগ করা হবে। অফিসিয়াল নোটিশে পরীক্ষা সিলেবাস সহ আরও বিস্তারিত তথ্য দেওয়া আছে সেখান থেকে দেখেনিবেন।
আবেদন সম্পর্কে বিন্দু জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন চেক করুন নিচে তার লিঙ্ক দেওয়া আছে।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
Bank Job : রাজ্য ব্যাঙ্কে গ্রুপ-ডি কর্মীদের নিয়োগ, বিভিন্ন জেলায় নিয়োগ চলছে ]
Official Notification : Click Here
Application form : Download here
Official website : click here
[ আরও পড়ুনঃ khabor24ghonta
WB Bandhan Bank Recruitment 2021: পশ্চিমবঙ্গের বিভিন্ন বন্ধন ব্যাঙ্কে কর্মী নিয়োগ ]

0 Comments