Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

রাজ‍্যের প্রতিটি জেলায় প্রচুর গ্রুপ-সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো রাজ‍্য সরকার!

রাজ‍্যের প্রতিটি জেলায় প্রচুর গ্রুপ-সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো রাজ‍্য সরকার!
khabor24ghonta


 কীভাবে আবেদন করবেন? জেনে নিন বিস্তারিত।


এইবার, দুয়ারে রেশন প্রকল্পের জন্য গ্রুপ সি কর্মীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন জেলায় অতিরিক্ত ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানা গেছে। এ ক্ষেত্রেও সম্প্রতি উত্তর দিনাজপুর জেলা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শিগগিরই সব জেলায় প্রচুর কর্মী নিয়োগ করা হবে বলে জানা গেছে। চলুন জেনে নেওয়া যাক পদের বিস্তারিত, শূন্যপদসহ বিভিন্ন বিবরণ।

পদের নাম - অ্যাডিশনাল ডাটা এনট্রি অপারেটর।


বয়স - জানানো হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বনিন্ম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত। 


শিক্ষাগত যোগ্যতা - এই পদে আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশন এ দক্ষ এবং সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। 

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

UPPER PRIMARY শুধুমাত্র d.el.ed চাকরিপ্রার্থীরা প্রাথমিক টেটে বসতে পারবেন, b.ed প্রার্থীরা প্রাথমিক টেট দিতে পারবেন না ]

শূন্যপদ - ১৬ টি।


বেতন - এই পদের জন্য প্রতি মাসে প্রার্থীকে বেতন দেওয়া হবে ১৩ হাজার টাকা। 


আবেদন পদ্ধতি - এক্ষেত্রে এই পদে আবেদনের জন্য প্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এক্ষেত্রে বায়োডাটা সহ সমস্ত দরকারি নথির জেরক্স একসাথে স্ক্যান করে একটি পিডিএফ বানাতে হবে। সেই পিডিএফ টি নিন্মলিখিত মেইলে পাঠালেই সম্পুর্ন হবে আবেদন পক্রিয়া।


আবেদন পাঠানোর ঠিকানা - dcfsuttardinajpur@gmail.com


নিয়োগ পদ্ধতি - এক্ষেত্রে নির্দিষ্ট দিনে ইন্টারভিউ নেওয়া হবে। সেই ইন্টারভিউ এর মাধ্যমেই বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থী। এক্ষেত্রে কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবেনা প্রার্থীদের।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Primary, Upper Primary and High School Teacher Recruitment , প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ]

আবেদন জমার শেষ দিন - চলতি মাসের শেষ দিন অর্থাৎ ৩০ শে নভেম্বর পর্যন্ত এই পদের জন্য করা যাবে আবেদন।কাজেই ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আবেদন করুন শীঘ্রই।

Post a Comment

0 Comments