Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Rail Jobs: পশ্চিমবঙ্গে রেলের একাধিক পদে চলছে নিয়োগ

Rail Jobs: পশ্চিমবঙ্গে রেলের একাধিক পদে চলছে নিয়োগ
khabor24ghonta


পশ্চিমবঙ্গে রেলের একাধিক পদে চলছে নিয়োগ হবে, দেখে নিন কিভাবে করতে হবে আবেদন

 

ইস্টার্ন রেলওয়ে একাধিক শূন্যপদে নিয়োগের ঘোষণা দিয়েছে। কাঁচরাপাড়ার ইস্টার্ন রেলওয়ে ওয়ার্কশপ হাসপাতালে কন্ট্রাক্ট হাউস সার্জন নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের 10 ডিসেম্বর কাঁচরাপাড়ায় ইস্টার্ন রেলওয়ের চিফ মেডিকেল সুপারিনটেনডেন্টের অফিসে উপস্থিত থাকতে হবে।

পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ টি পদ এবং প্যানেলভুক্ত শূন্যপদে নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে ছ'টি পদে করা হবে নিয়োগ। জেনারেল সার্জারি, রেডিয়োলজি, পেডিয়াট্রিক এবং অ্যানিস্থেশিয়ার জন্য একজন করে প্রার্থী নিয়োগ করা হবে। শুধুমাত্র জেনারেল মেডিসিনে প্রাথমিকভাবে শূন্যপদের সংখ্যা দুই।


[ আরও পড়ুন ঃ khabor24ghonta

খাদ্য দপ্তরে অ্যাডিশনাল DEO পদে চাকরি- অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন ]

যোগ্যতা:

এক বছরের ইন্টার্নশিপ করেছেন, এমন মেডিকেল গ্র্যাজুয়েটদের থেকে আবেদন চেয়েছে পূর্ব রেল।


বেতন:

প্রতি মাসে স্টাইপেন্ড বাবদ ৪৩,৫৭৮ টাকা দেওয়া হবে।


চাকরির শর্ত: 

প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে। নিয়ম এবং শর্তাবলী অনুযায়ী ভালো কাজের ভিত্তিতে সেই চুক্তির মেয়াদ আরও ১২ মাস বাড়ানো হতে পারে। কেউ যদি সেই চুক্তির মেয়াদের মধ্যে ইস্তফা দিতে চান, তাহলে তাঁকে ন্যূনতম এক মাস আগে জানাতে হবে। নাহলে তাঁর এক মাসের স্টাইপেন্ড বাজেয়াপ্ত করার পথে হাঁটবে রেল।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

রাজ‍্যের প্রতিটি জেলায় প্রচুর গ্রুপ-সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো রাজ‍্য সরকার! ]

কোথায় যেতে হবে?

দু'কপি পাসপোর্ট সাইজ ছবি-সহ যাবতীয় শংসাপত্রের ফোটোকপি এবং বায়োডেটা জমা দিতে হবে। যাবতীয় শংসাপত্রের আসল কপিও নিয়ে যাবেন। প্রার্থীদের আগামী ১০ ডিসেম্বর সকাল ১১ টায় কাঁচরাপড়ায় পূর্ব রেলের চিফ মেডিকেল সুপারিন্টেডেন্টের অফিসে উপস্থিত থাকতে হবে। বেলা ১২ টায় হবে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

UPPER PRIMARY শুধুমাত্র d.el.ed চাকরিপ্রার্থীরা প্রাথমিক টেটে বসতে পারবেন, b.ed প্রার্থীরা প্রাথমিক টেট দিতে পারবেন না ]

Post a Comment

0 Comments