Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

মুখে প্রিন্টেড ওড়না জড়িয়ে সায়নী ঘোষ কে টানতে টানতে নিয়ে যাচ্ছে পুলিশ! ভাইরাল হলো ভিডিও।


মুখে প্রিন্টেড ওড়না জড়িয়ে সায়নী ঘোষ কে  টানতে টানতে নিয়ে যাচ্ছে পুলিশ! ভাইরাল হলো ভিডিও।
khabor24ghonta


 সায়নী ঘোষ কে  টানতে টানতে নিয়ে যাচ্ছে আগরতলা থানার পুলিশ! রইল ভিডিও


মুখ ঢাকা অবস্থায় টানতে টানতে সায়নী ঘোষকে নিয়ে যাচ্ছে ত্রিপুরা পুলিশ, ভাইরাল হলো ভিডিও


সায়নী ঘোষের গ্রেফতারের প্রতিবাদে যথেষ্ট সোচ্চার হয়েছেন তৃণমূল সাংসদ রা। সাইনির গ্রেপ্তারের প্রতিবাদে দিল্লিতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সাংসদের তরফে, সায়নির গ্রেপ্তারের প্রতিবাদে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিল তৃণমূল। কিন্তু আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাহ জানান, তিনি দেখা করতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্ত ঘোষণা করার পর তৃণমূল সাংসদরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে শপথ নিতে শুরু করেন। আজ দিল্লি রওনা হবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দিল্লি সফরের আগে, ত্রিপুরা নিয়ে দিল্লিতে যথেষ্ট প্রতিবাদ করতে চলেছে তৃণমূল সংসদীয় কমিটি। গত শনিবার প্রচারে ত্রিপুরায় গিয়েছিলেন সায়নী ঘোষ।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

এবার টুইটারে বিজেপি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ! লাগাতার টুইট করে জানালেন প্রতিবাদ। ]

 হোটেলে ফেরার সময় তাঁর গাড়ি এক ব্যক্তিকে ধাক্কা মারে বলে অভিযোগ। ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। অভিযোগ জানাজানি হওয়ার পর সায়নী ও অন্যান্য তৃণমূল নেতারা যে হোটেলে রাতে অবস্থান করছিলেন সেখানে পুলিশ পৌঁছে। কিন্তু তাদের কাউকে থানায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এরপর রবিবার সকালে আগরতলা থানায় হাজির হন সায়নী ঘোষ। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর জামিন অযোগ্য হিট অ্যান্ড রান মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

এবার বিজেপিতে জাতীয় মুখপাত্রের মতো গুরুত্বপূর্ণ পদ পেলেন ভারতী ঘোষ! গেরুয়া শিবিরে এতো বড়ো পদ পেয়ে খুশি প্রাক্তন IPS ]

ভাইরাল সায়নীকে নিয়ে যাওয়ার ভিডিও



এদিকে, পুলিশ সাইনিকে আগরতলা মহিলা থানায় টেনে নিয়ে যাওয়ার একটি ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে, হলুদ কুর্তি পরা সায়নী ঘোষকে দেখা যাচ্ছে আগরতলা মহিলা থানার মহিলা পুলিশকর্মীরা তার মুখের চারপাশে একটি প্রিন্টেড স্কার্ফ জড়িয়ে টেনে নিয়ে যাচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন বিধানসভা তাদের অফিসিয়াল টুইটার পেজে ভিডিওটি আপলোড করেছে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Horoscope : বুধের বৃশ্চিক রাশিতে প্রবেশে তৈরি হচ্ছে শুভ যোগ, এই ৪ রাশির জন্য দারুণ ফল ]


 অর্থাৎ সায়নী ঘোষের গ্রেফতারের জেরে তৃণমূলকে ব্যঙ্গ করেছেন বাংলায় বিজেপির বহু নেতাকর্মী। এদিকে আজ ত্রিপুরায় পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আজ বিকেল ৩টায় ত্রিপুরার মাটিতে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন তিনি।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Dilip : Babul : মাত দিচ্ছে খোঁচার রাজনীতি : বাবুলের বিরুদ্ধে হাতিয়ার গান, দিলীপের বিরুদ্ধে ‘খেলা হবে’! ]

Post a Comment

0 Comments