Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Cyclone : ছরের অন্তিম কালে ফের ধেয়ে আসছে সাইক্লোন! যার জেরে ব‍্যাপক ঝোড়ো হাওয়া বইবে রাজ‍্যের বিভিন্ন জেলায়।

 

Cyclone : ছরের অন্তিম কালে ফের ধেয়ে আসছে সাইক্লোন! যার জেরে ব‍্যাপক ঝোড়ো হাওয়া বইবে রাজ‍্যের বিভিন্ন জেলায়।

আগামীকাল থেকে রাজ‍্যের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।


আবার ঘূর্ণিঝড় আসছে। সেন্ট্রাল ওয়েদার বিল্ডিং বা আইএমডি এই ইঙ্গিত দিয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। স্যাটেলাইটের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হতে পারে। 

আগামী সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে এই ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা যেতে পারে। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলি এই ঘূর্ণিঝড়ের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হবে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Duyare Vaccine : দুয়ারে রেশনের পর এবার দুয়ারে ভ‍্যাক্সিনের ব‍্যাবস্থা করলো রাজ‍্য সরকার! শিলিগুড়ির পানিহাটি থেকে শুরু হলো দুয়ারে ভ‍্যাক্সিনের যাত্রা। ]

সাইক্লোনের অনুমেয় প্রভাব:

আবহাওয়া বিজ্ঞানীদের মতে, আগামী সোমবার থেকে এই নিম্নচাপের অক্ষ শক্তিশালী হবে‌ । এই সাইক্লোন সৃষ্টির পরবর্তী ৪৮ ঘন্টায় তা পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে বলে অনুমান  আবহাওয়া বিজ্ঞানীদের। এর প্রভাবে ৩০ শে নভেম্বর এবং ১ ডিসেম্বর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলে বেশ ভারী বৃষ্টি হতে পারে। 


পশ্চিমবঙ্গের ওপর এই ঝড়ের প্রভাব কতটা পরবে তা নিয়ে এখনও জোর দিয়ে কিছু বলেননি আবহাওয়া বিদরা। তবে তাদের অনুমান এই সাইক্লোনের জেরে ২৯ শে নভেম্বর পশ্চিমবঙ্গে বিভিন্ন উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে,। বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই বললেই চলে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

West Bengal Public Service Rights Act: পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আই ]

২৯ শে নভেম্বর আন্দামান সাগরে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে আবহাওয়াবিদরা  জানিয়েছেন। পাশাপাশি ৩০ শে নভেম্বর আন্দামান সাগরে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং ১ ডিসেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে ঝড়ঝাপটা হতে পারে বলে জানিয়েছেন তারা।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Track Accident : পাথর বোঝাই লরির মুখোমুখি শববাহী গাড়ি, মৃত 18, বাকিদের অবস্থা আশঙ্কাজনক! নদীয়ার হাঁসখালিতে ঘটেছে এই ঘটনা। ]

Post a Comment

0 Comments