Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Duyare Vaccine : দুয়ারে রেশনের পর এবার দুয়ারে ভ‍্যাক্সিনের ব‍্যাবস্থা করলো রাজ‍্য সরকার! শিলিগুড়ির পানিহাটি থেকে শুরু হলো দুয়ারে ভ‍্যাক্সিনের যাত্রা।

দুয়ারে রেশনের পর এবার দুয়ারে ভ‍্যাক্সিনের ব‍্যাবস্থা করলো রাজ‍্য সরকার! শিলিগুড়ির পানিহাটি থেকে শুরু হলো দুয়ারে ভ‍্যাক্সিনের যাত্রা।
khabor24ghonta


 শিলিগুড়ির পানিহাটিতে থেকে  শুরু হলো দুয়ারে ভ‍্যাক্সিন!


বাংলার প্রায় সবাই রাজ্য সরকারের ডোর-টু-ডোর সরকার, দুয়ারে রেশন ইত্যাদির সাথে পরিচিত। কিন্তু এবার রাজ্য সরকার 'দুয়ারে ভ্যাকসিন' নামে আরেকটি নতুন পরিষেবা দিতে শুরু করেছে। না, রাজ্য সরকার নিজেই স্বাস্থ্যকর্মীদের দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে চলেছে।

দুয়ারে ভ্যাকসিন- 

শিলিগুড়ি জুড়ে দুয়ারে ভ্যাকসিন চালু হয়ে গিয়েছে। আজ থেকে পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডেও শুরু হয়ে গেল দুয়ারে ভ্যাকসিন। ওয়ার্ডের কো অর্ডিনেটর এলাকার প্রায় ১০০ জন বয়স্ক ও অসুস্থ মানুষ কে ভ্যাকসিন করা হয়।ভ্যাকসিন পেয়ে তারা যে সত্যিই উপকৃত হয়েছেন তা স্পষ্ট ভাবে প্রবীন নাগরিকদের গলাতেই শোনা গেল।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

PM Pension Yojana : কেন্দ্রীয় সরকারের এই স্কীমে আপনি মাসিক পেনশন পেতে পারেন 9250 টাকা পর্যন্ত! এখুনি আবেদন করুন। ]

ইতিমধ্যেই শিলিগুড়ি জুড়ে দুয়ারে ভ্যাকসিন চালু হয়েছে। আজ থেকে পানিহাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ডেও দুয়ারে টিকা দেওয়া শুরু হয়েছে। ওয়ার্ড সমন্বয়কারী এলাকার প্রায় শতাধিক বয়স্ক ও অসুস্থ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। প্রবীণ নাগরিকদের গলায় স্পষ্ট শোনা যাচ্ছিল যে তারা ভ্যাকসিনে সত্যিই উপকৃত হয়েছেন।

মেডিকেল অফিসারের মন্তব্য-

19 নম্বর ওয়ার্ডের মেডিক্যাল অফিসার মানসী চক্রবর্তী বলেন, "অনেকে তাদের বয়স বা অসুস্থতার কারণে হাসপাতাল বা নার্সিং হোম বা টিকাদান কেন্দ্রে যেতে পারছেন না। তাই তাদের বাড়িতেই টিকা দেওয়া হচ্ছে।"

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

ওয়ার্ড কো অর্ডিনেটরের মন্তব্য-

পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটর সুভাষ চক্রবর্তী জানান, আজ থেকে টিকা দেওয়া শুরু হলেও এটি অনেক দিন ধরেই পরিকল্পনা করা হয়েছে। বাড়িতে টিকা দেওয়া যেতে পারে এমন লোকদের একটি তালিকা আগে থেকেই প্রস্তুত করা হয়েছিল। ওই সব মানুষের আধার কার্ডের জেরক্স একই সঙ্গে জমা হয়। এভাবে একশ জনের নাম সংগ্রহ করে আজ থেকে শুরু হলো দ্বারে দ্বারে টিকা দেওয়ার কাজ। আগামী দিনেও পানিহাটি এলাকায় টিকা দেওয়ার কাজ চলবে বলে জানা গিয়েছে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Post a Comment

0 Comments