কেন এই মন্তব্য করলেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চ্যাটাজ্জী? জেনে নিন।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টানা তিনবার জয়লাভের পর ভারতের বিভিন্ন রাজ্যে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তারা ত্রিপুরীকে নিয়ে এই কাজ শুরু করেন। ত্রিপুরা পৌরসভা নির্বাচন সামনে। আর তাই নির্বাচনী প্রচারে ও ভোটযুদ্ধে সরগরম হয়ে উঠেছে ত্রিপুরা। সেখানেও তৃণমূল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব লক্ষণীয়। তবে সংঘর্ষ শুধু তাতেই সীমাবদ্ধ নয়। এর উত্তাপের শিখা জ্বলছে বাংলায়। এখানেও তৃণমূল বিজেপির বাকযুদ্ধ চলছে।
লকেট চট্টোপাধ্যায় কি বললেন?
সম্প্রতি ত্রিপুরায়ও ‘খেলা হবে’ স্লোগান শোনা যাচ্ছে। পশ্চিমবঙ্গের মতোই এই স্লোগান নিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল। যদিও এই স্লোগান দিয়েই ব্যঙ্গের তীর ছুড়েছেন বিজেপি নেতা লকেট চ্যাটার্জি। তাঁর দাবি, ত্রিপুরায় আসন্ন পুরসভা নির্বাচনে তৃণমূল ভালো ফল পাবে না। তিনি বলেন, উন্নয়ন ছাড়া খেলা হবে না। তিনি আরও একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি মিডিয়ার সামনে তৃণমূলকে কটাক্ষ করে বলেন, "তৃণমূল পশ্চিমবঙ্গকে ঠিকভাবে সামলাতে পারছে না - কিন্তু ত্রিপুরায় চলে গেছে - সেখানে তৃণমূলের একটি কর্মীও নেই।"
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
রেশন কার্ড ও 'দুয়ারে রেশন' প্রকল্প নিয়ে ৩টি বড় ঘোষণা করল রাজ্য! বিস্তারিত জানুন. ]
কেন বললেন খেলা হবে না , বিকাশ হবে?
এই প্রসঙ্গে লকেট চ্যাটার্জি বলেন, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগেও খেলা হবে বলে স্লোগান দিয়েছিল তৃণমূল। লকেটের মতে, তৃণমূলের খেলার স্লোগান হল সহিংসতা। যার নমুনা পশ্চিমবঙ্গে। এখানে বিরোধী দল হিসেবে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। 70 জন নিহত হয়েছে। গণধর্ষণ। নারী নির্যাতন করেছে। গৃহহীন ১ লাখের বেশি মানুষ। তাই তিনি বলছেন ত্রিপুরায় স্লোগান চলবে না। সেখানে ‘উন্নয়ন’ স্লোগান কাজ করবে। অর্থাৎ বিজেপির সাহায্যেই সেখানে উন্নয়ন হবে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
0 Comments