কেন সৌমিত্র খাঁ কে তার পদ থেকে সরিয়ে দিলেন বঙ্গ বিজেপি? জেনে নিন বিস্তারিত।
অবশেষে এবার কি সরছেন সৌমিত্র খাঁ?
শিরে কলকাতা ও হাওড়ার পুনঃনির্বাচন। একুশের হারের পর থেকেই বিজেপি বেশ সক্রিয়। তাই প্রাক-ভোট ঘিরে বিজেপি শিবিরে যথেষ্ট চাঞ্চল্য। একুশের ভোটে বিজেপির তাড়াহুড়ো নেতারা আত্মবিশ্বাসী হয়ে 'এবার দোষ পার' বললেও তখনই বিজেপির জয়রথের চাকা আটকে যায়। তৃতীয়বারের মতো বাংলায় 213টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস (টিএমসি)। আর এই হারের পরেই সঠিক সূচি নিয়ে মাঠে নামতে চলেছে বিজেপি।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Meghalaya TMC : কংগ্রেস ত্যাগ করলেন মুকুল সাংমা ]
বিজেপি রাজ্য সভাপতির পর বিজেপির গুরুত্বপূর্ণ পদ রাজ্য সম্পাদক। এই পদে বর্তমানে রয়েছেন ৫ জন। কলকাতার সায়ন্তন বোস, হাওড়ার সঞ্জয় সিং, হুগলির লকেট চ্যাটার্জি, পুরুলিয়ার জ্যোতির্ময় সিং মাহাতো এবং উত্তরবঙ্গের নেতা রথীন্দ্রনাথ বোস। তাদের মধ্যে অন্তত তিনজনকে কম গুরুত্বপূর্ণ পদে সরিয়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
নতুন বছরে শনি তার রাশিচক্র পরিবর্তন করবে! এই আটটি রাশির ওপর প্রভাব পড়তে চলেছে শনির ]
সরানো হতে পারে সৌমিত্র খাঁ কেও
এবার বড় দায়িত্ব পেতে পারেন বিদ্যার্থী পরিষদের প্রাক্তন ছাত্র দেবজিৎ সরকার। অতীতে তিনি বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ছিলেন। জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ও পেতে পারেন বড় পদ। রাজ্য সংগঠনের গুরুত্ব বাড়তে পারে সহসভাপতি রাজু ব্যানার্জির জন্য। রাজ্য সাধারণ সম্পাদক পদে লকেট চট্টোপাধ্যায় মহিলা মুখ হবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরবর্তী কমিটিতে কারা আসছেন তা নিয়েও চলছে আলোচনা। মালদার ইংরেজি বাজারের বিধায়ক শ্রীরূপা চৌধুরীকে মহিলা মুখ হিসেবে এগিয়ে দিচ্ছেন অনেকে। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল আসন পেতে পারেন।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
শুভেন্দুর পদযাত্রায় `হামলা, বিধায়কের ভাইকে অপহরন ]
এই পর্বে বিজেপির যুব শাখার সভাপতি সৌমিত্র খানকে পদত্যাগ করতে হতে পারে বলে গুঞ্জন রয়েছে। বিজেপির অন্দরে আলোচনা চলছে যুব মোর্চার সাংসদ সৌমিত্র খানের হাতে রাজ্যের আরেকটি দায়িত্ব দেওয়া হতে পারে। হুগলির পুরশুরার বিধায়ক বিমান ঘোষের স্থলাভিষিক্ত হতে পারেন সৌমিত্র খান। বিজেপির রাজ্যে কী পরিবর্তন আসে সেটাই দেখার
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
0 Comments