জামিন পেয়ে কেন এরকম মন্তব্য করলেন তৃণমূলের যুব সভাপতি! জেনে নিন।
ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের জন্য নানা ঘটনার সাক্ষী হয়ে আছে থাকছে। বঙ্গীয় বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক আসন জিতে ত্রিপুরার দিকে চোখ খোলা রেখেছিল তৃণমূল। যদিও তারপর থেকেই ত্রিপুরায় তৃণমূলের যাতায়াত বেড়েছে। আর তারপর থেকেই নানা ঘটনার সাক্ষী ত্রিপুরা তৃণমূল কংগ্রেস। এরমধ্যে সায়নি ঘোষের গ্রেপ্তার সর্বশেষ সংযোজন। ইতিমধ্যেই তিনি জামিনও পেয়েছেন। তবে জামিন পেলেই ত্রিপুরায় তার লড়াই চলবে বলে জানায়ে দেন তিনি।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
খুন হলেন তৃণমূলের সংখ্যালঘু সেল এর সম্পাদক ওয়াজুল খান! ঘটনাটি ঘটেছে হাওড়ার সদর এলাকায়। ]
গতকালই ত্রিপুরায় নির্বাচনী প্রচার সারেন সায়নী। সেই প্রচার সেরে ফিরছিলেন তিনি। পথেই পরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের একটি সভা। সায়নীর বিরুদ্ধে অভিযোগ ওঠে সেই সভাকে এবং বিপ্লব দেবকে উদ্দেশ্য করে 'খেলা হবে' স্লোগানের পাশাপাশি নানান কটু মন্তব্য করতে থাকেন সায়নি ঘোষ । আর সেখানেই নাকি সায়নীর গাড়িতে চাপা পড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় এক ব্যক্তি। সায়নীর বিরুদ্ধে এহেন অভিযোগ দায়ের করে গেরুয়া শিবির। তার পরেই জিজ্ঞাসাবাদের জন্য সায়নীকে ডেকে পাঠান হয় এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার ও করা হয়।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
এবার ছড়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষের সুর ছুঁড়ে দিলেন শুভেন্দু অধিকারী! ]
এদিন অর্থাৎ সোমবার বিকেলে আগরতলা আদালতে নিয়ে যাওয়া হয় সায়নীকে। যেখানে পুলিশের পক্ষ থেকে আরো দুদিন তাকে হেফাজতে রাখার আর্জি জানানো হয়। যদিও আদালত গোটা ঘটনা খতিয়ে দেখে শর্তসাপেক্ষে জামিন দিয়ে দেয় আদালত।
সায়নীর বক্তব্য - জামিন পেয়েই রীতিমতো হুঙ্কার ছাড়লেন সায়নী ঘোষ। জামিন পেয়েই তিনি জানান, "এভাবে মিথ্যে অপবাদ দিয়ে আমাদের আটকানো যাবেনা। আদালতের ওপর আমার আস্থা ছিল। সত্যের জয় হলো। লড়াই জারি থাকবে।" এর পাশাপাশি শারীরিক ভাবে হেনস্থা করা হয়েছিল বলেও জানান সায়নী। এপ্রসঙ্গে সায়নী বলেন, " রাতের বেলায় আচমকায় থানার মধ্যেই আমার ওপর হামলা চালানো হয়। সেখানেই আমার ওপর শারীরিক হেনস্থা করা হয়। ওই পরিস্থিতিতে আমি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ি। যদিও পরে অন্য থানায় নিয়ে যাওয়া হয়েছিল।"
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Horoscope : যে কোনও সময় এই ৬ রাশির জাতক প্রেমে ধোঁকা দিতে পারেন ]
তৃণমূল কংগ্রেস কে ধন্যবাদ সায়নীর - এদিন গোটা ঘটনার পর জামিন পেয়ে তৃণমূল সুপ্রিমো কে ধন্যবাদ জানাতে ভুললেন না তিনি। তার বক্তব্য,"আমার সাথে দিদির কথা হয়েছে। অভিষেক ব্যানার্জী আমার গ্রেফতারের পর থেকেই যেভাবে পাশে থেকেছে তা ভোলার নয়। এখানকার সমস্ত তৃণমূল নেতা কর্মীরাও একটা সময়ের জন্যও আমার পাশ থেকে সরে যায়নি। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ভবিষ্যতেও আপনাদের সকলকে পাশে নিয়ে আমাদের সত্যের জন্য লড়াই জারি থাকবে।"
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Tathagata Roy: তথাগত রায় 'ক্লাস এইট লেভেলে' নামতে চান না! নিশানা আবার বুঝিয়ে দিল ]
0 Comments