Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

লোকসান হতে পারে 1.30 লক্ষ টাকার! এখনই জনধন অ‍্যাকাউন্টের সাথে লিঙ্ক করিয়ে নিন আধার কার্ডের।

লোকসান হতে পারে 1.30 লক্ষ টাকার! এখনই জনধন অ‍্যাকাউন্টের সাথে লিঙ্ক করিয়ে নিন আধার কার্ডের।

khabor24ghonta

 কিভাবে এই লোকসান থেকে বাঁচবেন? জেনে নিন।

বর্তমানে সারা দেশে সবাই আধার কার্ডের গুরুত্ব সম্পর্কে সচেতন। সারা দেশে পরিচয়পত্র হিসেবে আধার কার্ডকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যার কারণে ব্যাঙ্ক থেকে প্যান কার্ড সব কিছুতেই আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হচ্ছে। এ বার জনধন অ্যাকাউন্টে এই আধার লিঙ্ক করার কথা বলা হয়েছে। সকলের সুবিধার জন্য, আপনি যদি এখনই এই জনধন অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না করে থাকেন, তাহলে এখনই এটি সম্পূর্ণ করুন। অন্যথায় আপনি অনেক সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।

[ আরও পড়ুনঃ khabor24ghonta

মহুল বাংলা মদ আসছে রাজ‍্যে! সুরাপ্রেমীদের জন‍্য সুখবর। ]

জনধন অ্যাকাউন্ট কি - মূলত সর্বসাধারনের সুবিধার কথা ভেবে এই জনধন অ্যাকাউন্টটি চালু করা হয়েছিল। মূলত এটি তে জিরো ব্যালেন্সের সুবিধা রয়েছে। এর পাশাপাশি এই অ্যাকাউন্ট এ রূপে কার্ড ও ওভারড্রাফ্ট এর সুবিধাও পাবেন গ্রাহকরা। এছাড়াও এই রূপে কার্ড এ পাবেন অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্সও। 

আপনিও যদি এই জনধন আ্যকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে নিকটবর্তী ব্যাঙ্ক থেকে ফর্ম ফিলাপ করে আপনিও খুলে ফেলতে পারেন এই আ্যকাউন্ট। 

[ আরও পড়ুনঃ khabor24ghonta

মহুল বাংলা মদ আসছে রাজ‍্যে! সুরাপ্রেমীদের জন‍্য সুখবর। ]

আধার লিংক না করালে কি সমস্যা দেখা দেবে - ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে জনধন অ্যাকাউন্ট থাকা মানুষদের আধার কার্ডে লিংক করার কথা। তবে  জানা গেছে আধার কার্ডের সাথে লিংক না করলে আপনার অ্যাকাউন্ট ওপেন থাকলেও আপনি বঞ্চিত হবেন ১ লক্ষ ৩০ হাজার টাকা থেকে। অর্থাৎ যে অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স এবং অ্যাক্সিডেন্টাল ডেথ ইনস্যুরেন্স যাবৎ যথাক্রমে ১ লক্ষ এবং ৩০ হাজার টাকা কভার করা হয় আধার লিংক না থাকলে সেই সুবিধাটি আপনি পাবেননা। 

[ আরও পড়ুনঃ khabor24ghonta

বিদেশি মদের দাম কমছে রাজ‍্যে! খুশির খবর সুরাপ্রেমীদের জন‍্য। ]

কীভাবে আধার লিংক করবেন জনধন অ্যাকাউন্টএর সাথে - মূলত আপনি তিনভাবে এই কাজ করতে পারবেন। যার মধ্যে আপনি সরাসরি ব্যাঙ্ক এ গিয়ে বা এটিএম এ গিয়ে কিংবা এসএমএস এর মাধ্যমেও এই কাজ করতে পারবেন। জেনে নেওয়া যাক পদ্ধতি। 


1. ব্যাঙ্ক - এক্ষেত্রে আপনি ব্যাঙ্ক এ শুধু মাত্র আপনার পাস বই টি এবং আধার কার্ডটি নিয়ে গেলেই আপনার কাজ টি সম্পূর্ণ করতে পারবেন। 

2. এটিএম - যদি আপনার ব্যাঙ্কে দেওয়া ফোন নাম্বার এবং আধার কার্ডে থাকা ফোন নাম্বার একই হয় তাহলে খুব সহজেই আপনি এটিএম থেকেও করিয়ে নিতে পারবেন আধার লিংক। 

[ আরও পড়ুনঃ khabor24ghonta

Rail jobs: রেল কর্তৃপক্ষ আবারো একাধীক পদে নিয়োগের বিজ্ঞতি প্রকাশ করল, আবেদনের শেষ তারিখ কবে? ]

3. এসএমএস - এই পদ্ধতিটি যদিও এখনো পর্যন্ত সব ব্যাঙ্কের পক্ষ থেকে চালু করা হয়নি। অল্প কিছু ব্যাঙ্কের ক্ষেত্রে এখনো পর্যন্ত এসএমএস এর মাধ্যমে করা হচ্ছে আধার লিংক। এক্ষেত্রে আপনি যদি স্টেট ব্যাঙ্কে এই আধার লিংক করতে চান সেক্ষেত্রে আপনাকে নিন্মলিখিত ম্যাসেজ টি লিখতে হবে,

UID<SPACE>আধার নম্বর<SPACE>অ্যাকাউন্ট নম্বর। এবং এই ম্যাসেজটি পাঠিয়ে দিতে হবে 567676 নম্বরে। এক্ষেত্রে মনে রাখতে হবে এই এসএমএস পক্রিয়টি আপনাকে সম্পন্ন করতে হবে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়েই।

[ আরও পড়ুনঃ khabor24ghonta

সহকারী শিক্ষক হিসাবে স্থায়ী পদে নিয়োগ হতে চলেছে এবার রাজ‍্যে! আবেদন করতে হবে অফলাইনে। ]

Post a Comment

0 Comments