লাঠি দিয়েই শাসন করতে হবে, মোদীর সিদ্ধান্তে ক্ষুব্ধ কঙ্গনা বললেন, একনায়কতন্ত্রই পথ
কৃষি আইনের পক্ষে ছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই আইন প্রত্যাহার করে নিলে তিনি রুষ্ট হন এবং প্রকাশ্যেই রাগ দেখিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তবে কি এ বার রাস্তায় নামা মানুষই দেশের আইন ঠিক করবে। নির্বাচিত সরকার নয়? যদি তা-ই হয় তবে এই দেশটাও তো জেহাদি দেশ হয়ে যাবে বলে তিনি মনে করছেন।’ কঙ্গনার মত, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না।
[ আরও পড়ুন ঃkhabor24ghonta
School Reopen Problem : স্কুল খোলার পরই ৫ দিনের মাথায় সমস্যা, বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিকাশ ভবন ]
শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, কৃষকদের স্বার্থে তিনি বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনাচক্রে এ দিন ছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীরও জন্মদিন। যাঁর ভূমিকায় একটি ছবিতে অভিনয়ও করেছেন কঙ্গনা রানাউত। মোদীর সিদ্ধান্তে প্রকাশ্যেই আপত্তি জানিয়ে কঙ্গনা রানাউত লেখেন, ‘দেশের মানুষের যদি বোধ না থাকে তবে তাদের লাঠি দিয়েই শাসন করতে হবে। এ দেশে সেটাই একমাত্র সমাধান এবং একনায়কতন্ত্রই সেরা বিকল্প সেখানে।’ ইন্দিরার ছবি দিয়ে কঙ্গনা লিখেছেন শুভ জন্মদিন ‘ম্যাডাম প্রাইম মিনিস্টার’।
[ আরও পড়ুন ঃkhabor24ghonta
দুঃসময়ে মিনতি দেবীর পাশে দাড়ানোর জন্যে রিকশাওয়ালা কে কোটিপতি করে দিলেন বৃদ্ধা। ]
কঙ্গনা অবশ্য প্রথম থেকেই কৃষি আইন নিয়ে সোচ্চার ছিলেন। কৃষক আন্দোলনের বিরুদ্ধেও অনেক মন্তব্য করেছেন। এ নিয়ে খোলাখুলি টুইট করেছেন দেশের অনেক তারকাকেও। এমনকি ভারতীয় কৃষকদের সমর্থনে নেটে লেখা বিদেশি ব্যক্তিত্বদের বিরুদ্ধেও কঙ্গনাকে গালিগালাজের অভিযোগ আনা হয়েছিল। এক টুইটে কঙ্গনা আমেরিকান পপ তারকা রিহানাকে পর্ন গায়িকা বলেছেন। কঙ্গনার এই মন্তব্যের জেরে তার অ্যাকাউন্ট ব্লক করে দেয় টুইটার। অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্ট এখনও নিষিদ্ধ।
কঙ্গনা অবশ্য এই নিয়ন্ত্রণে ভয় পাননি। শুক্রবার তিনি ইনস্টাগ্রামে কৃষি আইন বাতিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। "দেশ একটি জিহাদি রাষ্ট্রে পরিণত হচ্ছে," কঙ্গনা কৃষক আন্দোলনকে উপহাস করেছেন। এবং যারা এটা চান আমার অভিনন্দন. '
0 Comments