Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

কঙ্গনা ফিরিয়ে দেবেন পদ্ম সন্মান! তবে শর্ত আছে কী সেই শর্ত? যা নিয়ে বির্তকের মুখে পড়লেন নায়িকা।

 

কঙ্গনা ফিরিয়ে দেবেন পদ্ম সন্মান! তবে শর্ত আছে কী সেই শর্ত? যা নিয়ে বির্তকের মুখে পড়লেন নায়িকা।
khabor24ghonta

কী কারনে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেবার কথা বললেন কঙ্গনা? জেনে নিন।

ভারত 1947 সালে নয়, 2014 সালে সত্যিকারের স্বাধীনতা পেয়েছিল। সম্প্রতি, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত, যিনি সদ্য পদ্মশ্রী পেয়েছেন, এমন মন্তব্য করে শিরোনামে এসেছেন। অভিনয়ের চেয়ে বলিউডের এই নায়িকাকে ঘিরেই বেশি বিতর্ক। বহুদিন ধরেই বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে বারবার সমালোচিত হয়েছেন কঙ্গনা।

[ আরও পড়ুনঃ khabor24ghonta

বিদেশি মদের দাম কমছে রাজ‍্যে! খুশির খবর সুরাপ্রেমীদের জন‍্য। ]

 তবে এবার তার বিতর্কের পরিমাণ বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে বলে মনে হচ্ছে। পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কঙ্গনা। আর সেখানেই তিনি ভারতের স্বাধীনতা নিয়ে উপরোক্ত মন্তব্য করেন। তাঁর মন্তব্য ছড়িয়ে পড়তেই কঙ্গনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। কিন্তু এত কিছুর পরেও নিজের বক্তব্যে অনড় কঙ্গনা।


  কঙ্গনার মন্তব্য এবং বিতর্ক:

কঙ্গনা ভারতের স্বাধীনতা সম্পর্কে মন্তব্য করেছিলেন, প্রধানত নরেন্দ্র মোদির ক্ষমতায় উত্থানের দৌড়ে। তাঁর কথায়, "ভারত 2014 সালে সত্যিকারের স্বাধীনতা লাভ করে। ভারত 1947 সালে স্বাধীনতা পায়নি। এটাই ছিল ভিক্ষা।" অভিনেত্রীর এই বক্তব্য সামনে আসার পরই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। এমনকি বিজেপির ঘনিষ্ঠ এই অভিনেত্রীকে আক্রমণ করতে দ্বিধা করেননি খোদ বিজেপি নেতারাও। বিজেপি নেতা বরুণ গান্ধী বলেছেন, "কখনও এটি মহাত্মা গান্ধীর আত্মত্যাগ ও কঠোরতার অবমাননা, আবার কখনও এটি তাঁর হত্যাকারীর সম্মান। এটাকে পাগলামি নাকি বিশ্বাসঘাতকতা"?

[ আরও পড়ুনঃ khabor24ghonta

মহুল বাংলা মদ আসছে রাজ‍্যে! সুরাপ্রেমীদের জন‍্য সুখবর। ]

অপরদিকে কঙ্গনাকে আক্রমণ করেছেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাটিলও। তিনি বলেছেন,"দেশের স্বাধীনতা নিয়ে কঙ্গনার মন্তব্য সম্পূর্ণ ভুল। দেশের স্বাধীনতা নিয়ে কুমন্তব্য করার কোন অধিকার কারও নেই"। পাশাপাশি এনসিপি নেতা নবাব মালিকের বক্তব্য,"সম্ভবত উনি (কঙ্গনা রানাওয়াত) আজকাল অতিরিক্ত মাদক গ্রহণ করছেন"।

[ আরও পড়ুনঃ khabor24ghonta

লোকসান হতে পারে 1.30 লক্ষ টাকার! এখনই জনধন অ‍্যাকাউন্টের সাথে লিঙ্ক করিয়ে নিন আধার কার্ডের। ]

 কিন্তু সমালোচনাকারীদের উত্তর দিতে পিছপা হননি অভিনেত্রী ও। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন,"1857 সালে প্রথমবার দেশ স্বাধীনতার জন্য একজোট হয়েছিল। সেইসঙ্গে সুভাষচন্দ্র বসু, রানী লক্ষ্মীবাঈ ও বীর সাভারকর এর কথা ও জানিয়েছিলাম আমি।1857 সালের কথা আমি জানি। কিন্তু 1947 সালে কোন যুদ্ধ হয়েছিল তা আমি জানিনা। যদি কেউ তা আমার নজরে আনতে পারেন তাহলে আমি আমার পদ্মশ্রী ফিরিয়ে দেবো। ক্ষমাও চাইব। দয়া করে আমাকে এই বিষয়ে সাহায্য করুন"।

[ আরও পড়ুনঃ khabor24ghonta

বড় খবর! অনেকটা দাম বাড়ার পর এবার দাম কমবে এই নিত‍্যপ্রয়োজনীয় জিনিসের, জেনে নিন। ]

Post a Comment

0 Comments