UPPER PRIMARY শুধুমাত্র d.el.ed চাকরিপ্রার্থীরা প্রাথমিক টেটে বসতে পারবেন, b.ed প্রার্থীরা প্রাথমিক টেট দিতে পারবেন না - হাইকোর্টের রায়
শুধুমাত্র d.el.ed চাকরিপ্রার্থীরা প্রাথমিক টেটে বসতে পারবেন, বিএড প্রার্থীরা প্রাথমিক টেট দিতে পারবেন না - হাইকোর্টের রায়
D.el.ed চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। রাজস্থানের যোধপুর হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে বিএড প্রার্থীদের আর প্রাথমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না। সবাই আশাবাদী যে এই নিয়ম সারা ভারতে প্রয়োগ করা যেতে পারে। এনসিটিই-র নির্দেশিকায় নিয়ম বদলানোর নির্দেশ দিয়েছে যোধপুর হাইকোর্ট।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
সবার প্রথমে NCTE গাইডলাইন জারি করেছিল যেখানে বলা হয়েছিল প্রাইমারি চাকরির পরীক্ষায় বসতে গেলে D.EL.ED ট্রেনিং বাধ্যতামূলক এবং হাই স্কুলের চাকরির পরীক্ষায় বসতে গেলে B.ED ট্রেনিং থাকা বাধ্যতামূলক। পরবর্তীকালে 2018 সালে NCTE আবার গাইডলাইনে পরিবর্তন করে নতুন গাইডলাইন জারি করেছিল যেখানে বলা হয়েছিল B.ED করা প্রার্থীরা প্রাইমারি এবং হাই স্কুল সমস্ত পরীক্ষায় বসতে পারবে। অন্যদিকে d.el.ed প্রার্থীদের শুধু প্রাইমারির মধ্যেই সীমাবদ্ধ করে রাখা হয়েছিল।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Gr-C : রাজ্যে খাদ্য বিভাগে রেশন কার্ডের চাকরিতে গ্রুপ-সি নিয়োগ ]
এনসিটির এই নিয়মের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিল d.el ed ট্রেনিং করা চাকরিপ্রার্থীরা। অনেকে এই নিয়মকে কালা আইন বলেও অভিহিত করেছিলেন। পরবর্তীকালে কোর্টে কেস করা হয় এই নিয়ে এবং দীর্ঘদিন পর অবশেষে ফাইনাল রায় দিয়েছিল কোর্ট যেখানে বলা হয়েছে d.el.ed প্রার্থীরা শুধু প্রাইমারিতে বসতে পারবে b.ed প্রার্থীদের প্রাইমারিতে কোন স্থান নেই। NCTE এই নতুন নিয়ম লাগু হলে সমগ্র দেশেই লাগু হবে, কারণ এনসিটি কোনকিছু কোন নির্দিষ্ট রাজ্য বা কোন নির্দিষ্ট স্থানের জন্য লাগু করতে পারেনা এনসিটির যা নিয়ম সেটা সমগ্র রাজ্য ও সমগ্র দেশ ফলো করে। এখন দেখার বিষয় কবে এই নিয়মের পরিবর্তন হয়।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Gr-D Recruitment : পশ্চিমবঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রুপ-ডি কর্মীদের নিয়োগ ]
তবে b.ed করা চাকরিপ্রার্থীরা চাইলে সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করতে পারে। NCTE যদি চায় সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারবে। তবে আপাতত যে রায় দিয়েছে সেটাই হয়তো লাগু হবে সমগ্র দেশে, এমনটাই মনে করা হচ্ছে। তাই অবশেষে আবার প্রাইমারিতে d.el.ed বহাল থাকবে বলে মনে করছে সকলেই।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
কোনো লিখিত পরীক্ষা নেই, ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ! নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করলো ভারতীয় রেল। ]

0 Comments