কত টাকা extra দিতে হবে এই ব্যাঙ্কে? জেনে নিন SBI নতুন নিয়ম।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল ভারতের বৃহত্তম ব্যাঙ্ক। যা কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হয়। এই বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকটির গ্রাহক সংখ্যাও সবচেয়ে বেশি এবং দেশের প্রায় সব জায়গায় শাখা রয়েছে। তবে যাদের এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এবং এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে তাদের জন্য এই প্রতিবেদনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড সংক্রান্ত নতুন নিয়ম জারি করেছে। দেখুন সেই নিয়মগুলো কি।
[ আরও পড়ুন ঃ
স্টেট ব্যাংকের নতুন নির্দেশিকা:
ভারতের বিভাগ ব্যাংক প্রায় প্রতি মাসেই বিভিন্ন সার্ভিসে আপডেট করে থাকে বা বলা যায় বিভিন্ন নিয়ম পরিবর্তন করে থাকে। তেমনি গত ১২ নভেম্বর ভারতীয় স্টেট ব্যাংক তাদের গ্রাহকদের জন্য একটি নতুন নির্দেশিকা জারি করেছে। এই নিয়মের সম্পর্কে তাদের গ্রাহকদের সতর্ক করতে প্রতি গ্রাহকের ইমেল অ্যাড্রেসে একটি মেইল পাঠিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। সেখানে SBI Cards and Payment Services Private Limited জানিয়েছে, এখন খুচরো দোকান হোক বা ই-কমার্স সাইট , ইএমআই লেনদেনের ক্ষেত্রে প্রসেসিং ফি কাটা হবে ক্রেডিট কার্ড পেমেন্টে। আপনার কাছে এই মেইল না গিয়ে থাকলে জানুন এই প্রতিবেদন থেকে।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
বিদেশি মদের দাম কমছে রাজ্যে! খুশির খবর সুরাপ্রেমীদের জন্য। ]
নির্দেশিকায় কি বলা হয়েছে?
* এক্ষেত্রে SBI Cards and Payment Services Private Limited জানিয়েছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই লেনদেন করতে এখন ৯৯ টাকা প্রসেসিং ফি কাটবে স্টেট ব্যাংক।
* এই ৯৯ টাকা প্রসেসিং ফি শুধুমাত্র যেসব লেনদেন সমানভাবে এবং সফলভাবে মাসিক কিস্তিতে রূপান্তরিত হয়েছে, সেক্ষেত্রেই নেওয়া হবে, নতুবা এই চার্জ নেওয়া হবে না।
* যদি কোনো ইএমআই লেনদেন বাতিল হয়, সেক্ষেত্রে প্রসেসিং ফি ফেরৎ দেওয়া হবে গ্রাহককে।
* ইএমআই -এর প্রি ক্লোজারের ক্ষেত্রে এই প্রসেসিং ফি ফেরৎ করা হবে না।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
মহুল বাংলা মদ আসছে রাজ্যে! সুরাপ্রেমীদের জন্য সুখবর। ]
সমস্যা:
এই নতুন নিয়মে 'Buy now, Pay later' যে স্কিমগুলি ইতিমধ্যে বাজারে বিশেষ প্রচলিত রয়েছে তা বিশেষ করে প্রভাবিত হবে। সাধারণত বিভিন্ন ই কমার্স সাইট যেমন ফ্লিপকার্ট , আমাজন ইত্যাদি জায়গায় 'Buy now, Pay later' স্কিমটি বিশেষ জনপ্রিয়। সেক্ষেত্রে এই সমস্ত ই-কমার্স সাইটে এই স্কিম থেকে বিক্রি কমবে বলেই ধারণা বিশেষজ্ঞদের।
আবার যেকোন ইএমআই পেমেন্টের ক্ষেত্রেই এই চার্জ কাটার ফলে কিস্তিতে অনেকটাই বেশি টাকা দিতে হবে গ্রাহককে।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
কঙ্গনা ফিরিয়ে দেবেন পদ্ম সন্মান! তবে শর্ত আছে কী সেই শর্ত? যা নিয়ে বির্তকের মুখে পড়লেন নায়িকা। ]
0 Comments