ভোটে জিততে পারবেনা এরকম দাবি কেন দিলিপ ঘোষের? জেনে নিন বিস্তারিত।
খবর২৪ঘণ্টা ডিজিতাল ডেস্ক : বুধবার ইকো পার্কে প্রাতঃভ্রমনের সময়ে আবার রাজ্য সরকারকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। এবারে পুরভোট কে সামনে রেখে সরকারকে নিশানা করলেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, সরকার ভোটের সুবিধা নিতে বাতিক। তিনি যোগ করেছেন যে বালিতে বিজেপির আরও ক্ষমতা ছিল এবং হাওড়া থেকে অঞ্চলটিকে সংযুক্ত করার বা আলাদা করার দরকার নেই।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
Breaking news- শুভেন্দুর বিরুদ্ধে মুখ খোলাতে বহিস্কৃত করা হলো সুরজিৎ সাহাকে। ]
তিনি ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন। দিলীপ আরও বলেন, এই ঘটনা ভালো শাসকের পরিচয় নয়। তিনি জানান, প্রাক-ভোট নিয়ে মঙ্গলবার তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে, বিজেপি ম্যাক্রো এবং মাইক্রো স্তরে কোর কমিটি গঠন করেছে। দিলীপ বলেছিলেন যে বিজেপি সর্বশক্তি দিয়ে এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে।
[ আরও পড়ুনঃ khabor24ghonta
TMC : কলকাতা কর্পোরেশনের নির্বাচনে শূন্য এমনই মন্তব্য করলো তৃণমূল ]
তিনি বলেন, এই মুহূর্তে বিজেপির কাছে মেয়র পদের কোনো প্রকল্প নেই। তৃণমূলকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, পুলিশ প্রশাসনের সাহায্য ছাড়া তৃণমূল এ রাজ্যে কোনো ভোটে জিততে পারবে না। রাজ্য ও কলকাতা পুলিশের সঙ্গে ভোট কতটা অবাধ হবে সেদিকে নজর রাখবেন বলেও জানান তিনি।
0 Comments