আজব কান্ড বানর হরিণের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে! রইল ভিডিও।
একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে, একটি বানরকে হরিণের পিঠে চড়তে দেখা যায়। সারাদিন ঘুরে বেড়ানোর ক্লান্তি হয়তো। অথবা সে শুধু হাঁটতে চায়নি। যে কারণেই হোক, বানরটি উঠে বসল হরিণের পিঠে।
একেবারে চুপচাপ। তারপর নিঃশব্দে হরিণের পিঠে লুটিয়ে পড়ল। এমন মজার ভিডিও দেখে খুশি নেটিজেনরা। ভারতীয় বন বিভাগের কর্মকর্তা সুশান্ত নন্দা টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Funny Video: আজব কান্ড - সেলুনে বসে দাড়ি ট্রিম করছে এক বাঁদর! মূহুর্তে ভাইরাল ভিডিও। ]
ভিডিওটিতে দেখা যাচ্ছে একদল বানর রাস্তার পাশে বসে আছে। তাদের মধ্যে একটু অলস প্রকৃতির একজন, একটু দূরে বসে আছে। ঠিক তখনই তার পাশে একটি হরিণ হেঁটে আসলো। তাকে দেখে বানরের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে সোজা হয়ে হরিণের পিঠে পড়ল।
ভিডিওতে দেখা যাচ্ছে, দিব্যা বাহাল তাবিয়াতে হরিণের পিঠে বসে আছেন তিনি। হরিণ ঘাস খেতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেও পিঠে বসে আছে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Japani Tel: জাপানি তেল' কী দিয়ে তৈরি? জানেন কি? না জানলে দেখে নিন ]
তবে অতীতে বানরের ক্ষেত্রে এমন ঘটনার সাক্ষী হয়েছেন গবেষকরা। অনেক সময় বানরকে এভাবে হরিণের পিঠে বসে থাকতে দেখা গেছে। এভাবেই জাপানের ইয়াকুশিমা দ্বীপে সিকা হরিণের পিঠে বসে আছে একটি জাপানি ম্যাকাক বানর।
ভিডিও দেখুন
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
আজব কান্ড- "আগুন সমেত ফুচকা" একটার পর একটা মুখে পুরে নিচ্ছে তরুণী! নিমেষে ভাইরাল ভিডিও। ]

0 Comments