রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার আজকের দিনটা? জেনে নিন বিস্তারিত।
মনে করা হয় জ্যোতির্বিদ্যার জগতে সবচেয়ে প্রাচীন বই হলো সূর্য সিদ্ধান্ত। প্রায় ১৫০০ বছর ধরে এই পদ্ধতি চলে আসছে। এখন ও বহু পঞ্জিকা প্রস্তুতকারক সংস্থা এই পদ্ধতি অবলম্বন করেন। এই পদ্ধতিতে উপলব্ধ তথ্যের মাধ্যমে তিথির শুরু থেকে শেষের সময়, সৌর বর্ষের দৈর্ঘ্য সবই জানা সম্ভব।
তিথি - আজ রবিবার তিথি অনুযায়ী রয়েছে পূর্নিমা। যা থাকবে ০৯:০০(09:00 AM) পর্যন্ত।
নক্ষত্র - আজ রবিবার থাকবে মৃগশিরা নক্ষত্র। যা চলবে ১৬:৩২(04:32 PM) পর্যন্ত।
যোগ - আজ রবিবার। ১০:৩২(10:32 AM) পর্যন্ত থাকবে শুভ যোগের প্রভাব।
আজকের জন্মরাশি - আজকের জন্মরাশি মিথুন।
সূর্যোদয় - আজ কলকাতায় সূর্যোদয় হবে ০৬:১৪(06:14 AM)।
সূর্যাস্ত - সূর্যের অস্ত যাবে ০৪:৫১ টাই(04:51PM)
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Astro Signs: জ্যোতিষীরা বলছেন, এই অভ্যাস থাকলেও মিলবে মেলে শনির কৃপা ]
মেষ রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে মার্চ থেকে ২০ শে এপ্রিল অথবা বাংলার ৮ ই চৈত্র থেকে ৭ ই বৈশাখের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।মেষ রাশি -
আজ আপনি মানসিক অশান্তিতে ভুগতে পারেন। যার ফলে আপনার উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। আজ আপনি কোন আর্থিক চুক্তিতে সম্মত হবেন যেটি আপনাকে আর্থিক দিক থেকে দারুন লাভবান করবে। আজ আপনি দিনের অনেকটা সময় শিশুদের সাথে কাটাতে পারেন এতে মন ভালো থাকবে। হটকারী সিদ্ধান্ত আজ আপনার জন্য ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে। আজ আপনার কাছে প্রেমের সুযোগ আসার সম্ভাবনা প্রবল। আপনার মানসিক অস্থিরতা আজ আপনার ভালো থাকার পথে বাধা হয়ে দাঁড়াবে।
বৃষ রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে এপ্রিল থেকে ২০ শে মে অথবা বাংলার ৮ ই বৈশাখ থেকে ৭ ই জ্যৈষ্ঠের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
দীর্ঘদিন ধরে আপনি কোন রোগের কবলে থাকলে আপনার মানসিক দৃঢ়তা আরো বৃদ্ধি করা উচিৎ। যার ফলে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। আজ আপনি যদি কোন আর্থিক স্কীমে অর্থ বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে সমস্তকিছু ভালো করে জেনে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগ করুন। আজ আপনি ভ্রমনের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন। যেটি আপনার জন্য আনন্দময় হয়ে উঠবে। আজ আপনার নতুন বন্ধু হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসের কর্মচারীদের সাথে দীর্ঘ সময় ব্যয় করার ফলে বাড়ির লোকের মধ্যেঅসন্তোষের সৃষ্টি হতে পারে। স্ত্রীর সাথে ভ্ৰমন আজ আপনাদের সম্পর্ককে আরো মধুর করে তুলবে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Golden Time: এই সংকেতগুলি যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনারও সুসময় আসন্ন! ]
মিথুন রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে মে থেকে ২০ শে জুন অথবা বাংলার ৮ ই জ্যৈষ্ঠ থেকে ৭ ই আষাঢ়ের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।মিথুন রাশি -
শরীর সুস্থ রাখতে প্রত্যহ সকালে শরীর চর্চা করার অভ্যাস গড়ে তুলুন। আজ আপনি আর্থিক ভাবে লাভবান হবেন। এই অর্থ লাভ আপনার বিভিন্ন সমস্যার সমাধান করতে সাহায্য করবে। আজ আপনার স্ত্রীর সাথে আপনার মতের মিল হবে। তবে যদি মতের অমিল দেখা দেয় সেক্ষেত্রে আজ আপনি দারুন মজার মধ্যে দিয়ে দিনটি অতিবাহিত করতে পারবেন। সামাজিক বিভিন্ন কাজে আজ আপনি নিয়োজিত হতে পারেন সেক্ষেত্রে মানসিক দিক থেকে আপনি সুখী হবেন।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
আপনার হাতের রেখায় কি M চিহ্ন আছে? দেখে নিন থাকলে কি হয়? ]
কর্কট রাশি -
জন্মমাস: যেসকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে জুন থেকে ২০ শে জুলাই অথবা বাংলার ৮ ই আষাঢ় থেকে ৭ ই শ্রাবণের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
মানসিক দিক থেকে আজকে আপনি অশান্তিতে ভুগতে পারেন। যেকোন কারোর সাথে ঝামেলা এড়িয়ে চলুন। আপনার কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য শুভ। অচেনা কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন নচেৎ পরবর্তীকালে ঝামেলায় জড়াতে পারেন।
সিংহ রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে জুলাই থেকে ২০ শে আগস্ট অর্থাৎ বাংলা ৮ ই শ্রাবণ থেকে ৭ ই ভাদ্রর মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
স্ত্রীর সাথে দীর্ঘ সময় ব্যয় এবং পরিবারের সমস্যাগুলি ভাগ করে নেওয়ার ফলে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটতে পারে। নতুন নতুন ব্যক্তির সাথে আলাপ আজ আপনার আনন্দের কারন হয়ে উঠতে পারে। গৃহের শিশুরাও আজ আনন্দিত হবে। দীর্ঘ সময় পর কোন আত্মীয় বা বন্ধুর সাথে আজ আপনার সাক্ষাৎ হতে পারে যা আপনাদের পুরানো সম্পর্ককে ফের মজবুত করতে সাহায্য করবে। পূর্বে বিনিয়োগ করা অর্থ আজ আপনাকে লাভের মুখ দেখাতে পারে। আজ ভ্রমনের পরিকল্পনা থাকলে শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৈবাহিক জীবনে বিচ্ছেদ ঘটার সম্ভাবনা রয়েছে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Marriage Prection: এই ৫ রাশির জাতোক দের বিয়ের ফুল ফুটবে নতুন বছরে। ]
কন্যা রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে আগস্ট থেকে ২০ শে সেপ্টেম্বর অর্থাৎ বাংলা ৮ শে ভাদ্র থেকে ৭ শে আশ্বিনের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
আজ আপনার জন্য যোগব্যায়াম করা খুবই উপকারী হবে। আপনার মানসিক চাপ কাটাতে সাহায্য করবে যোগ ব্যায়াম। প্রয়োজনে নিয়মিত যোগ ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন। আর্থিক যেকোন স্কীমে বিনিয়োগের আগে সেটি সম্পর্কে ভালো করে জানুন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগ করুন। নচেৎ ক্ষতির সম্মুখীন হতে পারেন। গুরুজনদের স্বাস্থ্যের অবনতি হওয়ায় সম্ভাবনা রয়েছে। যার জেরে আপনি চিন্তিত হয়ে পড়তে পারেন। গুরুজনদের কথায় অযথা রাগ না করে তার কথাগুলি বোঝার চেষ্টা করুন। প্রেমের সম্পর্ক মধুর হতে পারে।
তুলা রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে সেপ্টেম্বর থেকে ২০ শে অক্টোবর অর্থাৎ বাংলা ৮ ই আশ্বিন থেকে ৭ ই কার্তিকের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
আজকের দিনটি আপনার শারীরিক দিক থেকে খুব একটা শুভ নয়। শারীরিক অসুস্থতাকে জয় করতে মনে জোর রাখুন এবং চিকিৎসকদের পরামর্শ নিন। বন্ধুদের কারনে আপনার দিনটি আজ ভালো হতে পারে। সাংসারিক ঝামেলা আপনার মনকে অশান্ত করে তুলতে পারে। বিশেষ কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Astro: বাড়ির বাগানে ভুলেও এই ৫ গাছ লাগাবেন না, তীব্র অর্থকষ্ট আসে! ]
বৃশ্চিক রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে আগস্ট থেকে ২০ শে সেপ্টেম্বর অর্থাৎ বাংলা ৮ শে ভাদ্র থেকে ৭ শে আশ্বিনের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
দিনটি হাসিখুশী ভাবে উপভোগ করুন। শিল্পীদের জন্য আজকের দিনটি খুবই শুভ। আপনার শিল্পকলা নানা মহলে দারুন প্রশংসা কুড়োবে। স্ত্রীর অসুস্থতার কারনে আপনার কাজ পন্ড হতে পারে। যদিও তাতে ক্ষতির সম্ভাবনা কম। ফাঁকা সময় বাড়ির লোকেদের সময়দিন অনেক উপকার পাবেন।
ধনু রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে নভেম্বর থেকে ২০ শে ডিসেম্বর অর্থাৎ বাংলা ৮ ই অগ্রহায়ণ থেকে ৭ ই পৌষের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
আজকের দিনের শুরুটি আপনার জন্য খুবই সুখের। যদিও দিনের শেষে খুব কাছের কোন মানুষের ব্যবহারে কষ্ট পেতে পারেন। আজকে আপনি অনেক ফাঁকা সময় পাবেন। যা শরীরচর্চা করে কাজে লাগান। আর্থিক সমৃদ্ধি হতে পারে। তবে আর্থিক বিনিয়োগ না করাই ভালো।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Astro: বাড়ির বাগানে ভুলেও এই ৫ গাছ লাগাবেন না, তীব্র অর্থকষ্ট আসে! ]
মকর রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে মার্চ থেকে ২০ শে এপ্রিল অথবা বাংলার ৮ ই চৈত্র থেকে ৭ ই বৈশাখের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
আজ আপনার জন্য দিনটি বিশেষ সুখকর নয়। ব্যবসায়িক খাতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। চাকরি ক্ষেত্রে সকলকে নিয়ে কাজ করতে অভ্যস্ত হন। দিনের শেষে আপনি একা থাকার চিন্তা ভাবনা করবেন, যা আপনার জন্য খুবই উপকারী। প্রেমের সম্পর্কে সুন্দর একটি সময় অতিবাহিত করতে চলেছেন।
কুম্ভ রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে জানুয়ারি থেকে ২০ শে ফেব্রুয়ারি অর্থাৎ বাংলা ৮ ই মাঘ থেকে ৭ ই ফাল্গুনের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
আর্থিক দিক থেকে আপনার দিনটি ভালো গেলেও সাংসারিক ও শারীরিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য বিশেষ উপযুক্ত নয়। আজকে আপনার প্রচুর অর্থযোগের সম্ভাবনা রয়েছে। যদিও কোন কারণে অর্থ ব্যয়ের ফলে সঞ্চয়ের পরিমান কম হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। শরীর চর্চা করুন। শারীরিক অসুস্থতা থাকলে অবহেলা না করে চিকিৎসকদের পরামর্শ নিন। বাবা মায়ের সাথে অবসর সময় কাটান। তাদের একাকীত্ব দূর করা আপনার কর্তব্য। জীবন সঙ্গীর সাথে আপনার অশান্তি হওয়ার সম্ভাবনা প্রবল।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Money Problem: অর্থকষ্ট চলছে? প্রতি বৃহস্পতিবার এ ভাবে করুন তুলসী পুজো ]
মীন রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে ফেব্রুয়ারি থেকে ২০ শে মার্চ অর্থাৎ বাংলা ৮ ই ফাল্গুন থেকে ৭ ই চৈত্রের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
বন্ধুদের সহচর্যে আজ আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে। আজ আপনার জন্য ভ্ৰমন লাভজনক। যেখানে আপনার প্রচুর অর্থ ব্যয় করার সম্ভাবনা থাকবে। তবে আপনি যদি এই কাজটি করেন সেক্ষেত্রে আজ আপনি আর্থিক ভাবে দুর্বল হয়ে পড়তে পারেন। আপনার ব্যক্তিত্ব আজ সকলের মধ্যে আপনার গুরুত্ব বৃদ্ধি করবে। স্ত্রীর সাথে মনোমালিন্যের জেরে সম্পর্কের অবনতি ঘটতে পারে। আজ আপনি যদি নিজের জন্য সময় বের করতে পারেন তাহলে নিজেই নিজের সম্পর্কে মূল্যায়ন করার চেষ্টা করুন।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
তিল তত্ত (Mole) শরীরের এইসব স্থানে তিল থাকলে বদলে যায় ভাগ্য ]
0 Comments