বছরের শেষে একাধিক পদে নিয়োগ করছে ভারতীয় রেল! কীভাবে আবেদন করবেন? জেনে নিন পদ্ধতি।
মালবাহী গার্ড নিয়োগের ঘোষণা দিয়েছে দক্ষিণ পূর্ব রেল। মোট 520টি পদ পূরণ করা হবে। আগ্রহী প্রার্থীরা 23 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। তবে যারা দক্ষিণ-পূর্ব রেলওয়েতে কর্মরত আছেন তারাই আবেদন করার সুযোগ পাবেন। RPF বা RPSF কর্মীরা আবেদন করতে পারবেন না।
শূন্যপদের বিররণ:
1) শূন্যপদের নাম: মালগাড়ির গার্ড।
2) বেতন: ২,৮০০ টাকার গ্রেড পে-সহ মাসিক ৫,২০০-২০,২০০ টাকা। সপ্তম বেতন কমিশনের লেভেল ৫ অনুসারে বেতন দেওয়া হবে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
3) পদের সংখ্যা: অংসরক্ষিত পদের সংখ্যা ২৭৭। তফসিলি জাতির জন্য সংরক্ষিত পদের সংখ্যা ১২৬। তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত পদের সংখ্যা ৩০। অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য সংরক্ষিত পদের সংখ্যা ৮৭। মোট পদের সংখ্যা ৫২০।
4) শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকতে হবে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Rupasree Prokalpo Job: রাজ্যে রূপশ্রী প্রকল্পে নিয়োগ চলছে, দেখে নিন নিয়োগ পদ্ধতি ]
বয়সসীমা:
জেনারেল প্রার্থীরা ৪২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তফলিসি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমা ৪৭। ওবিসি প্রার্থীদের বয়সের সর্বোচ্চসীমায় তিন বছরের ছাড় দেওয়া হয়েছে। যে প্রার্থীরা ২০০৪ সালের ১ এপ্রিলের পরে জন্মগ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন না।
কোথায় আবেদন করতে হবে?
প্রার্থীদের www.rrcser.com-তে গিয়ে আবেদন করতে হবে। শেষ মুহূর্তের হুড়োহুড়ি এড়ানোর জন্য আগেভাগেই অনলাইনে আবেদনের পরামর্শ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
India Post Recruitment 2021: ক্লাস ১২ পাশে মাসিক চাকরি, দেখে নিন আবেদনের পদ্ধতি ]
আবেদনের শেষ তারিখ?
গত ২৪ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। তা চলবে আগামী ২৩ ডিসেম্বর রাত ১১ টা ৪৫ মিনিট পর্যন্ত।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Govt. Recruitment : দুয়ারে রেশন প্রকল্পে গ্রুপ-সি নিয়োগ, মাসিক 13 হাজার টাকা বেতন পাবেন ]

0 Comments