দুয়ারে রেশন প্রকল্পে গ্রুপ-সি নিয়োগ, মাসিক 13 হাজার টাকা বেতন
রাজ্যের দুয়ারে রেশন স্কিমে গ্রুপ-সি কর্মীদের নিয়োগের জন্য একটি সরকারী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত ডেটা এন্ট্রি অপারেটর পদে এই নিয়োগ দেওয়া হবে। আমি আপনাকে জানাতে চাই যে খাদ্য দফতরের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অতিরিক্ত ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি যদি নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করেন তা অবশ্যই জানতে হবে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Gr-C : রাজ্যে খাদ্য বিভাগে রেশন কার্ডের চাকরিতে গ্রুপ-সি নিয়োগ ]
আরো জানিয়ে রাখি যে এই নিয়োগ উত্তর দিনাজপুর জেলায় করা হলেও, চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন। চলুন এক এক করে এই কাজের বিস্তারিত জেনে নেই।
নোটিশ মেমো নম্বরঃ 1405/ADEO/DCFS/UD/2021
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ 23.11.2021
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
খাদ্য দপ্তরে অ্যাডিশনাল DEO পদে চাকরি- অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন ]
আবেদনের মাধ্যমঃ অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ অ্যাডিশনাল ডাটা এনট্রি অপারেটর (Additional Data Entry Operator- ADEO)
বেতনঃ মাসিক বেতন দেওয়া হবে 13 হাজার টাকা।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 18-40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং সেইসাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Rail Jobs: পশ্চিমবঙ্গে রেলের একাধিক পদে চলছে নিয়োগ ]
শুন্যপদঃ 16 টি শুন্যপদে নিয়োগটি করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ
সরাসরি ইন্টারভিউ নিয়ে চাকরিতে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনো ধরনের লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিউয়ের তারিখ পরে আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়াঃ
আবেদনকারীকে নিজের একটি বায়োডাটা লিখতে হবে। ঐ বায়োডাটার সাথে শিক্ষাগত যোগ্যতা, বাসিন্দা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্টের জেরক্স কপি একসাথে লাগিয়ে দিতে হবে এবং সেগুলিকে স্ক্যান করে একটি পিডিএফ ফাইল বানাতে হবে। ঐ আবেদনপত্রের পিডিএফ ফাইলটিকে অফিসিয়াল ইমেলে পাঠিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Bank Job : রাজ্য ব্যাঙ্কে গ্রুপ-ডি কর্মীদের নিয়োগ, বিভিন্ন জেলায় নিয়োগ চলছে ]
আবেদনপত্র পাঠানোর ইমেলঃ dcfsuttardinajpur@gmail.com
আবেদনের সময়সীমাঃ
30 নভেম্বর 2021 তারিখ অবধি আবেদন করা যাবে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
WB Group C Recruitment 2021: পশ্চিমবঙ্গে প্রচুর গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি ]

0 Comments