নির্দল প্রার্থী হিসাবে দাড়ানোর কারণেই দল থেকে বহিস্কৃত হলেন তনিমা ও সচিদ্দানন্দ!
প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হচ্ছে। সচ্চিদানন্দ ব্যানার্জির ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই অসন্তুষ্ট তৃণমূল প্রার্থীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ নেতৃত্ব।
এমনটাই জানিয়েছেন দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দেবাশিস কুমার।
[ আরও পড়ুন ; khabor24ghonta
Sovan Rishi: শোভন বৈশাখীর সন্তানের পিতা,"DNA টেস্ট করা হোক" ক্ষোভ প্রকাশ করলো শোভন পুত্র ঋষি! ]
গত শনিবার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন যে দলের বিরুদ্ধে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করা উচিত। নতুনদের পাশে থাকুন, দল আপনাকে সঠিক সময়ে ব্যবহার করবে। তবে সাবধান, সুব্রত মুখার্জির বোন তনিমা চট্টোপাধ্যায় এবং সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় এখনও নির্দল হিসাবে কলকাতা নির্বাচনে প্রার্থী।
একজোড়া পাতার প্রতীক নিয়ে লড়াই করছে দুজন। গত শনিবার কলকাতা প্রাক-নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন থাকলেও তনিমা ও সচ্চিদানন্দ অনড়। প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছেন দুই তৃণমূল নেতা। দেবাশিস কুমার জানান, দলের কঠোর নির্দেশ সত্ত্বেও সিদ্ধান্ত বদল না হওয়ায় দ্রুত সচ্চিদানন্দ ও তনিমাকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[ আরও পড়ুন ; khabor24ghonta
Big Breaking :- সাংসদ মিমি ও নুসরাতকে শোকজ করলো তৃণমূল! ]
প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমাকে প্রার্থী হিসাবে মাঠে নামানো হয়েছিল নং ওয়ার্ডে। মিছিল ও গোড়িয়াহাট চত্বরে অবরোধ করে তনিমাকে তৃণমূল প্রার্থীর পদ থেকে অপসারণের দাবি জানান তারা। এরপর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে বিদায়ী কো-অর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায়কে ৬ নম্বর ওয়ার্ডে ফের মনোনয়ন দেওয়া হয়েছে।
সেই সিদ্ধান্তের প্রতিবাদে প্রার্থী হন তনিমা। এতে তৃণমূল টিকিট না দেওয়ায় ৭২ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে। সেখান থেকে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি সচ্চিদানন্দ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। কিন্তু অসন্তুষ্ট দুই প্রার্থীই দলীয় লাইনের বিরুদ্ধে চলে যাওয়ায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব।
[ আরও পড়ুন ; khabor24ghonta
KMC: কেন্দ্রীয় বাহিনী নয় কলকাতা পুরভোট হবে রাজ্য পুলিশ দিয়ে! জানালেন পুলিশ কমিশনার। ]
ফিরহাদ হাকিম, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার প্রাক্তন দলীয় কর্মী সচ্চিদানন্দকে তাঁর প্রার্থীতা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। কিন্তু বরফ গলেনি, তাই এত বড় সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি তৃণমূল নেতৃত্ব।
দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার বলেছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী ওই সব স্বতন্ত্র প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হবে।
[ আরও পড়ুন ; khabor24ghonta
0 Comments