কার কাছ থেকে ডেটিং এ যাওয়ার প্রস্তাব পেলেন পরমব্রত? জেনে নিন।
টলি পাড়ায় দুটি জনপ্রিয় নাম পরমব্রত চ্যাটার্জি এবং ঋতভরী চক্রবর্তী। তবে শুধু টলিউডেই নয়, বলিউডেও পা রেখেছেন তারা। 2016 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় হিন্দি ছবি 'পরী'। এই সিনেমায় পরমব্রত ও ঋতভরীকে একসঙ্গে দেখা গিয়েছিল।
এরপর টিকি-টাকা সিনেমায় একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। দুজনের বন্ধুত্ব প্রায় দীর্ঘদিনের। কিন্তু এটা কি শুধুই বন্ধুত্ব নাকি সম্পর্কের অন্য কোনো সমীকরণ আছে? পরমব্রত- বহুদিন ধরেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ঋতাভরী ফ্যান কোর্টে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
সেপ্টেম্বরে, রীতাভরি পরমব্রত (পরমব্রত চ্যাটার্জি) সম্পর্কে একটি পোস্ট করেছিলেন যেখানে অভিনেত্রী লিখেছেন, 'রোদ হোক বা বৃষ্টি হোক, জীবনের যে কোনও পরিস্থিতিতে কেউ কয়েকজনের উপর নির্ভর করতে পারে। তুমি আমার কাছে ঠিক তেমনই একজন। আমার শক্তির কান্ডারী। '
এরপর ফের অভিনেতাকে নিয়ে মুখ খুললেন ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি জনপ্রিয় শো 'ইশক উইথ নুসরাত'-এ হাজির হয়েছেন ঋতাভরী চক্রবর্তী। সেখানে নুসরাত জাহান ঋতাভরীকে প্রশ্ন করেন, "ডেটিং যদি প্রশ্ন হয়, কে হবেন ঋতাভরী চক্রবর্তীর প্রথম পছন্দ?" এই প্রশ্ন পাওয়ার পর ঋতভরী চক্রবর্তী সরাসরি তার ভাবনা ব্যক্ত করেন।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Jeet: এবার রাবণের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুপারস্টার জিৎ কে! প্রকাশ করা হলো ছবির প্রথম টিজার। ]
তিনি বলেন, এক্ষেত্রে তার পছন্দ 'পরমাদা'।এরপরই নুসরাত (Nusrat Jahan) মজার ছলে জিজ্ঞাস করেন, ' এই নাহলে বাঙালি! ডেটিংয়ে যাওয়ার ইচ্ছা আবার দাদা বলেও সম্বোধন?' ঠিক তারপরই ঋতাভরী (Ritabhori Chakraborty) জানায় ডেটিংয়ের পর দাদা সম্বোধনটি মুছে ফেলবেন অভিনেত্রী।
তবে শুধু ঋতাভরীই নন, এবার নিজের ভাবনা প্রকাশ করলেন পরমব্রত। সম্প্রতি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এখানে পরমব্রত (পরমব্রত চট্টোপাধ্যায়) কে বলতে শোনা যায়, 'হ্যাঁ শুনেছি ঋতাভরী চক্রবর্তী আমার সাথে ডেটে যেতে চেয়েছিল।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Viral Video: স্কুল ড্রেস, ব্যাকপ্যাক নিয়ে 'বন্ধু কালাচাঁদ'-এর সুরে নাচছেন এক তরুণী, ভাইরাল ভিডিও ]
আমার চোখের জল! তবে এই প্রথম তিনি এমন কথা বললেন না। তিনি আমাকে ব্যক্তিগতভাবে এটি বলেছেন।আমার সবসময় খুব ভালো লাগে এরম জিনিস শুনতে পেলে। আর ভালো লাগবে নাই বা কেন? এটা তো ভালো লাগার মতোই তো কথা। স্বাস্থ্যের লক্ষণ।
খুব ভালো লাগলো ঋতাভরী তোমার এই ইচ্ছাটা আরও একবার শুনে। তবে ডেটিংয়ের পর বরং আমরা ঠিক করব যে আমরা 'দা' টা উড়িয়ে দেব না কি 'দা' দিয়ে এক অপরকে কাটবো।'
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Viral Song: চমৎকার গান গাইতে গাইতে বিক্রি করছেন কাচা বাদাম, ভাইরাল হলো ভিডিও ]
নিছক মজার ছলে বললেও ডেটিংয়ে সম্মতি দিয়েছেন বলেই নেটিজেনদের মত। তবে ডেটিংয়ে গিয়ে দুজনের বন্ধুত্ব কোথায় ঠেকবে তা বোঝা না গেলেও দুজনের একে ওপরের প্রতি এই ধরণের মন্তব্য শুনে এ কথা স্পষ্ট যে তাঁদের বন্ধুত্বের গভীরতা নেহাতই গভীর। তবে পছন্দের জুটি ডেটিংয়ে কবে যাবেন সেই অপেক্ষায় আছেন এই জুটির ভক্তরা।

0 Comments