Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

Viral Song: চমৎকার গান গাইতে গাইতে বিক্রি করছেন কাচা বাদাম, ভাইরাল হলো ভিডিও

 

Viral Song: চমৎকার গান গাইতে গাইতে বিক্রি করছেন কাচা বাদাম, ভাইরাল হলো ভিডিও
khabor24ghonta

গান গাইতে গাইতে বেচছেন বাদাম! রইল ভিডিও।


বাদাম বিক্রির অভিনব উপায় বের করেছেন বাদাম বিক্রেতারা। অনেক ভেবেচিন্তে বাদাম বিক্রির গান রচনা করেছেন তিনি। সেই গানে সুর মিলিয়েছেন তিনি নিজেই। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কুরালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন ভাবতে পারেননি যে তাঁর গান আজ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবে।


তবে গানটি ট্রেন্ডিং হলেও সংসারের অভাব দূর হয়নি।


জীবন চলার পথে সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হয় ভুবনকে। বাদাম বিক্রির আয়ই তার জীবিকা নির্বাহের একমাত্র উপায়। ইউটিউব থেকে রিল, ফেসবুক থেকে ইউটিউবে—ভুবনের গান 'কাঁচা বাদাম' নজর কাড়ছে। খ্যাতিও কুড়িয়েছে। আগে সাইকেলে করে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সকাল থেকে রাত পর্যন্ত বাদাম বিক্রি করতেন ভুবন।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Viral Video: দার্জিলিং এর পাহাড়ে অন‍্য রূপে ধরা দিলেন পটকা, তরুণীদের মাঝে জমিয়ে নাচলেন অম্বরীশ! ভাইরাল হলো ভিডিও। ]

কয়েকদিন আগে একটা পুরনো বাইক কিনেছি। বাদাম বিক্রির বিশ্ব ভরসা এখন বাইক। পুরনো বাইকের পেছনে বাদামের ব্যাগ চেপে গান গাইতে গাইতে বাদাম বিক্রি করছে ভুবন।

 তবে ইউটিউব খুললেই তার গান ভেসে উঠছে, এটা গ্রামবাসীর কাছে নতুন ব্যাপার। "বাদাম, বাদাম, দাদা, কাঁচা বাদাম, আমার কাছে ভাজা বাদাম নেই।"

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ! স্থলভাগ থেকে কত দূরে আছে জাওয়াদ? জেনে নিন। ]

এরই মধ্যে গানটির বিভিন্ন রিমেক বেরিয়েছে। গানের সুরে মিশে আছে গ্রামবাংলার জীবন সংগ্রামের গল্প। ভুবনের কথায়, আমি অনেক ভেবেচিন্তে এই গানটি লিখেছি এবং তাতে সুর বসিয়েছি, মূলত ভুবনের মূল লক্ষ্য ছিল গানটির মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করা। তবে তার গান যে নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করবে তা বিশ্ববাসী কখনো ভাবেনি।

ভিডিও দেখুন 


[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Viral Video: ব্লাউজ ছাড়াই সাদা ধবধবে শাড়ি পরে ভাইরাল যুবতী! ভাইরাল হলো ভিডিও। ]

এদিকে ভুবনের গান ভাইরাল হওয়ায় প্রতিবেশীরাও উচ্ছ্বসিত। তাদের অনেকের মতে, এই গ্রামে লুকিয়ে থাকা মহান প্রতিভা আমাদের সবার অজানা ছিল। ভুবন বাংলার বাইরে অনেক জায়গায় বাদাম বিক্রি করেছে। আর এবার নেশায় মত্ত গোটা বিশ্ব। ভুবনের গানের খ্যাতি ইতিমধ্যে ভারত ছাড়িয়ে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। ভুবনের গানের রিমিক্সও আছে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Yuvaan the amazing Baby: অনেক কসরত করে এবার মাঠে নেমে পড়েছে "টলিউডের তৈমুর ওরফে রাজ-শুভশ্রী পুত্র ইউভান!ভাইরাল হলো ভিডিও। ]

Post a Comment

0 Comments