রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার আজকের দিনটা? জেনে নিন আজকের রাশিফল।
মনে করা হয় জ্যোতির্বিদ্যার জগতে সবচেয়ে প্রাচীন বই হলো সূর্য সিদ্ধান্ত। প্রায় ১৫০০ বছর ধরে এই পদ্ধতি চলে আসছে। এখন ও বহু পঞ্জিকা প্রস্তুতকারক সংস্থা এই পদ্ধতি অবলম্বন করেন। এই পদ্ধতিতে উপলব্ধ তথ্যের মাধ্যমে তিথির শুরু থেকে শেষের সময়, সৌর বর্ষের দৈর্ঘ্য সবই জানা সম্ভব।
তিথি - আজ সোমবার তিথি অনুযায়ী রয়েছে কৃষ্ণ প্রতিপদ। যা থাকবে ১১:০৫(11:05 AM) পর্যন্ত।
নক্ষত্র - আজ সোমবার থাকবে আদ্রা নক্ষত্র। যা চলবে ১৯:০১(07:01 PM) পর্যন্ত।
যোগ - আজ সোমবার। ১১:০০(11:00 AM) পর্যন্ত থাকবে শুক্র যোগের প্রভাব।
আজকের জন্মরাশি - আজকের জন্মরাশি মিথুন।
সূর্যোদয় - আজ কলকাতায় সূর্যোদয় হবে ০৬:১৫(06:15 AM)।
সূর্যাস্ত - সূর্যের অস্ত যাবে ০৪:৫২ টাই(04:52PM)।
মেষ রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে মার্চ থেকে ২০ শে এপ্রিল অথবা বাংলার ৮ ই চৈত্র থেকে ৭ ই বৈশাখের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
দীর্ঘদিন ধরে কর্মব্যস্ততার কারনে আজ আপনার শক্তিক্ষয় হবে এবং কর্মে অমনোযোগী হয়ে পড়বেন। যেই কারনেই আজ পর্যাপ্ত পরিমান বিশ্রামের প্রয়োজন। সঞ্চিত অর্থ এমন কোন স্থানে রাখুন বা বিনিয়োগ করুন যেটি নিরাপদ এবং প্রয়োজনে কোন ঝামেলা ছাড়াই নিতে পারবেন। আপনার অসাধারণ ব্যক্তিত্ব আজ সকলের নজর কারবে। অংশীদারি কারবারের সাথে যুক্ত হতে চাইলে আজকের দিনটি আপনার জন্য উপযুক্ত। পড়ুয়াদের ক্ষেত্রে আজ অযথা সময় নষ্ট না করে পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিৎ।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
বৃষ রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে এপ্রিল থেকে ২০ শে মে অথবা বাংলার ৮ ই বৈশাখ থেকে ৭ ই জ্যৈষ্ঠের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
আর্থিক দিক থেকে আজ খুব বেশী লাভবান হওয়ার সম্ভাবনা নেই। কাজেই অর্থ ব্যায়ের ক্ষেত্রে অর্থর গুরুত্ব বুঝতে শিখুন। দীর্ঘদিন বাদে আজ আপনার পুরাতন কোন কাছের বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে। যা আপনার মনে আনন্দের সৃষ্টি করবে। আজ আপনার অবসর সময়গুলো কাছের বন্ধুবান্ধব এবং পরিবারের মানুষদের সাথেই ব্যায় করা উচিৎ। নতুন কোন ব্যবসার চিন্তাভাবনা করে থাকলে আজ আপনার কঠোর পরিশ্রম এটিকে সাফল্যমন্ডিত করে তুলতে পারে। জীবন সঙ্গীর শারীরিক অসুস্থতা আজ আপনার চিন্তার কারন হয়ে উঠতে পারে। যেকোন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
মিথুন রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে মে থেকে ২০ শে জুন অথবা বাংলার ৮ ই জ্যৈষ্ঠ থেকে ৭ ই আষাঢ়ের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
আজ আপনার কাছ থেকে কেউ অর্থ ঋণ চাইতে পারে। এক্ষেত্রে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন বা খাতায় কলমে সই করিয়ে ঋণ দিন। আজ আপনি প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। আপনার কর্মদক্ষতা এবং পরিশ্রম করার ক্ষমতার কারনে আজ কর্মক্ষেত্রে প্রশংসা কুড়াতে পারেন। নিজের মনের কথা শোনার আগে মাথা ঠান্ডা করে সেই বিষয়ে ভেবে তবেই সিদ্ধান্ত নিন। বৈবাহিক দিনটি আজ অন্যতম সুখের হতে চলেছে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
কর্কট রাশি -
জন্মমাস: যেসকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে জুন থেকে ২০ শে জুলাই অথবা বাংলার ৮ ই আষাঢ় থেকে ৭ ই শ্রাবণের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
দীর্ঘদিন ধরে চলতে থাকা খারাপ সময়ের কারনে যদি আপনি হতাশ হয়ে পড়েন সেক্ষেত্রে সমস্যা আরো বৃদ্ধি পাবে। ব্যবসার সূত্রে বিদেশে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি যেমন লাভজনক তেমনই আনন্দের হতে চলেছে। যেকোন কর্মের চেষ্টাতেই পরিবারের সমর্থন আজ আপনাকে সাফল্যমন্ডিত করতে পারে। আজ আপনি নতুন কিছু বন্ধু বানাতে সক্ষম হবেন। অফিসের কাজে সাফল্য লাভ করবেন এবং একইসাথে সহকর্মীদের সাহায্য পাবেন।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
সিংহ রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে জুলাই থেকে ২০ শে আগস্ট অর্থাৎ বাংলা ৮ ই শ্রাবণ থেকে ৭ ই ভাদ্রর মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
আপনি আজ কোন সমস্যার মুখোমুখি হতে পারেন। তবে সেই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে সাহায্য করবে আপনার বিচক্ষণ বুদ্ধি। স্ত্রীর সাথে মনোমালিন্যের জেরে সম্পর্কের অবনতি ঘটতে পারে। আপনি পূর্বে যদি কোথাও বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে সেখান থেকেই আজ অর্থ উপার্জনের দারুন সম্ভাবনা রয়েছে। আপনার মনে রাখা উচিৎ অতিরিক্ত মানসিক চাপ আপনার সমস্যাগুলি থেকে আপনাকে মুক্তি দিতে পারবেনা। সেই কারনেই অহেতুক চাপ নেওয়া থেকে বিরত থাকুন। যদি কেউ আপনার থেকে কোন বিষয়ে পরামর্শ চায় এবং আপনি সেটা জানেন সেক্ষেত্রে সেই পরামর্শটি দেওয়া আপনার জন্যই ভালো লক্ষন।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
কন্যা রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে আগস্ট থেকে ২০ শে সেপ্টেম্বর অর্থাৎ বাংলা ৮ শে ভাদ্র থেকে ৭ শে আশ্বিনের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
আজকের দিনটি আপনার জন্য ভালো মন্দই কাটতে চলেছে। আজকে আপনি আপনার দীর্ঘ দিনের সমস্যা থেকে মুক্ত হতে পারেন। এর জেরে আপনি নিজেই অনুভব করতে পারবেন আপনি যেভাবে জীবন অতিবাহিত করতে যাচ্ছেন সেটি আপনাকে বিপদে ঠেলে দিচ্ছে। পারিবারিক কোন সমস্যা যেটা আপনি সহজেই মিটিয়ে ফেলতে পারেন আপনি সেটা না করে নিজের কাজে ব্যস্ত থাকবেন। আপনার পারিপার্শ্বিক কাছের মানুষদের কারণে আপনার জীবনসঙ্গিনী নতুন করে আপনার প্রেমে পড়বে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
তুলা রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে সেপ্টেম্বর থেকে ২০ শে অক্টোবর অর্থাৎ বাংলা ৮ ই আশ্বিন থেকে ৭ ই কার্তিকের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
শারীরিক অসুস্থতা থেকে আজ আপনি সেরে উঠতে পারেন। বন্ধুদের সাথে আড্ডার সময় আজ আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। যার জেরে পরিবারের লোকেদের সাথে বিরোধ বাঁধতে পারে। যদিও আর্থিক দিক থেকে আপনার কোন অসুবিধায় পড়ার সম্ভাবনা নেই। দীর্ঘ দিন বাদে আজ আপনার বিবাহিত জীবনে পুরানো সুখের স্মৃতি গুলি ফিরে আসবে।
বৃশ্চিক রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে আগস্ট থেকে ২০ শে সেপ্টেম্বর অর্থাৎ বাংলা ৮ শে ভাদ্র থেকে ৭ শে আশ্বিনের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
শারীরিক দিক থেকে আপনার আজকের দিনটি খুবই সুন্দর কাটবে। প্রত্যহ শরীরচর্চা আপনার শারীরিক সক্ষমতা আরো বৃদ্ধি করতে সাহায্য করবে। কর্ম ক্ষেত্রেও ভালো একটি দিন অতিবাহিত করবেন। অর্থ বিনিয়োগ আজ আপনার জন্য লাভজনক নয়। কাজেই সেটি থেকে বিরত থাকুন। পরিবারের মানুষদের সাথে আজ আপনার আরো বেশী করে সময় কাটানো উচিৎ। তৃতীয় কোন ব্যক্তির কারণে বিবাহিত জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে। যা দীর্ঘস্থায়ী হয়ে উঠতে পারে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
বাড়িতে তুলসী ( Tulsi / Basil tree ) গাছ রয়েছে? নীচে পুঁতে দিন এটি, ভাগ্যের চাকা ঘুরবেই ]
ধনু রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে নভেম্বর থেকে ২০ শে ডিসেম্বর অর্থাৎ বাংলা ৮ ই অগ্রহায়ণ থেকে ৭ ই পৌষের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। খুব পরিচিত কারোর সাথে ঝামেলায় জড়াতে পারেন। যার রেস চলতে পারে আদালত পর্যন্ত। সন্ধ্যের দিকে প্রিয়জনদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। অফিসের পুরানো কোন ফেলে রাখা কাজ আপনার মানসিক অশান্তির কারন হয়ে উঠতে পারে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
মকর রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে মার্চ থেকে ২০ শে এপ্রিল অথবা বাংলার ৮ ই চৈত্র থেকে ৭ ই বৈশাখের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
আজকে আপনার দিনটি কর্ম ব্যস্ত হলেও মানসিক ভাবে সবল থাকার কারণে খুব সহজেই আপনি সব কর্মই কম সময়ের আগেই সঠিকভাবে পালন করতে সক্ষম হবেন। আপনার কিছু কাজের কারনে আপনার পারিপার্শ্বিক মানুষ জন খুশি হবেন। হঠকারী বিনিয়োগের সিদ্ধান্তের কারনে আজ আপনি আর্থিক দিক থেকে পঙ্গু হয়ে যেতে পারেন।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
সকালে ঘুম থেকে ওঠার পর এসব দেখবেন না, সারাদিন খারাপ যাবে ]
কুম্ভ রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে জানুয়ারি থেকে ২০ শে ফেব্রুয়ারি অর্থাৎ বাংলা ৮ ই মাঘ থেকে ৭ ই ফাল্গুনের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
মনোযোগ সহকারে অপর ব্যক্তির কথা না শোনার অভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে। যেকোন ব্যক্তির কথায় মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। এতে উপকার হবে আপনারই। অপ্রত্যাশিত মাধ্যম থেকে বা পূর্বের ঝুঁকিপূর্ণ কোন বিনিয়োগ থেকে আজ আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। জীবনসঙ্গীর কোন আচরনে আপনার কষ্ট বৃদ্ধি পেতে পারে যার জেরে ভাঙ্গন ধরতে পারে সম্পর্কে। আজ আপনি নতুন কোন অংশীদারি কারবারে যুক্ত হতে পারেন। এতে আপনি লাভবান হবেন। বিবাহিত জীবনে আজকের দিনটি আপনার কাছে চির স্মরণীয় হয়ে থাকতে পারে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
রাশি মেনে চুল কাটুন, ফুটে উঠবে ব্যক্তিত্ব ]
মীন রাশি -
জন্মমাস: যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি ২১ শে ফেব্রুয়ারি থেকে ২০ শে মার্চ অর্থাৎ বাংলা ৮ ই ফাল্গুন থেকে ৭ ই চৈত্রের মধ্যে, তারাই এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থাকতেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।
গৃহের কাযে আজ আপনার একেবারেই মন বসবেনা। এর কারন আপনি অন্য বিষয় নিয়ে মানসিক চিন্তায় থাকবেন। মানসিক চিন্তা দূর করতে আপনার পছন্দমতো যেকোন বই পড়ুন। আপনার কঠোর পরিশ্রম করার দক্ষতা আপনার জন্য শুভ প্রমানিত হতে পারে। বাড়ি থেকে যেকোন কারনেই দূরে কোথাও থাকা ব্যক্তিরা আজ অর্থের গুরুত্ব বুঝতে শিখুন এবং অযথা অর্থ ব্যায় করা থেকে বিরত থাকুন। স্ত্রীর সাথে আজকের দিনটি আপনার সুখের হয়ে উঠতে পারে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Zodiac: 2022 সালে এই 4টি রাশিতে শনির সৌভাগ্য হবে, ফকির হতে পারেন রাজা! ]
0 Comments