মহিলা তার পোষা বিড়ালকে সকলের সামনেই প্লেনে বুকের দুধ খাওয়াচ্ছেন
পোষা প্রাণীদের বিমানে নিয়ে যেতে বিশেষ অনুমতি নিতে হয়। তদনুসারে, পোষা প্রাণী রাখার জন্য আলাদা জায়গা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নিউইয়র্ক থেকে আটলান্টা যাওয়ার ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ঘটনা সবার নজর কেড়েছে।
অভিযোগ, ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং বাকি যাত্রীদের সামনেই এক মহিলা যাত্রী তার পোষ্য বিড়ালকে স্তন্যপান করান।। সেই দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়, অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই অভিযোগ করেছেন ফ্লাইট অ্যাটেনডেন্টদের কাছে। খবরটি নেটদুনিয়াতেও ভাইরাল হয়েছে (ভাইরাল নিউজ)।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
কেন জন্ম দিলেন? চিকিৎসকের বিরুদ্ধে মামলা লড়ে ওই তরুণীকে কোটি টাকা জরিমানা করা হয় ]
জানা গেছে, ওই নারী নিউইয়র্কের সিরাকিউজ থেকে জর্জিয়ার আটলান্টা যাচ্ছিলেন। ডেল্টা এয়ারলাইনস–এর বিমানে চেপেছিলেন তিনি। পাশে ক্যারিয়ারে রাখা ছিল তাঁর পোষ্য বিড়াল। সেখান থেকে আচমকা পোষ্যটিকে তুলে নিয়ে সবার সামনে বুকের দুধ খাওয়ান ওই মহিলা।
এ ঘটনায় আতঙ্কিত বাকি যাত্রীরা। অভিযোগ জানালে একটি মেসেজ ভাইরাল হয়। মেসেজটি বিমান থেকে গ্রাউন্ডে পাঠিয়েছিলেন বিমানকর্মীরা। লিখেছিলেন, '১৩এ আসনে বসা মহিলা নিজের বিড়ালকে স্তন্যপান করাচ্ছেন। বারণ করার পরেও শুনছেন না।'
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
Viral Video: সমুদ্রে মুখোমুখি সংঘর্ষ দুটি বিশাল মালবাহী জাহাজের! ]

0 Comments