Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

স্তন্যদানের সময় সন্তানকে বালিশ চাপা দিয়ে 'খু-ন' মায়ের, কারন পরকীয়ায় বাধা,

পরকীয়ায় বাধা, স্তন্যদানের সময় সন্তানকে বালিশ চাপা দিয়ে 'খুন' মায়ের, mother kill her 2 years baby for boy friend, ma sontan k tar booy friend er jonno,
Murder' by squeezing pillow baby while breastfeeding


পরকীয়ায় বাধা, স্তন্যদানের সময় সন্তানকে বালিশ চাপা দিয়ে 'খুন' মায়ের

 

স্তন্যপান করছিল দু'বছরের মেয়েটি। সেই সময় প্রেমিকের সঙ্গে ফোনালাপে ব্যস্ত ছিল মা। অভ্যেসমতো মায়ের স্তনবৃন্ত কামড়ে ফেলেছিল শিশুটি। বাধা পড়েছিল মায়ের প্রেমালাপে। আর সেই 'দোষে' কোলের সন্তানকে বালিশ চাপা দিয়ে মারল মা। খুন করেই শুধু ক্ষান্ত থাকেনি বরং গল্প বানিয়ে নিজের দোষ ঢাকতেও চেয়েছিল সে।

তবে শেষ রক্ষা হয়নি। পশ্চিম মেদিনীপুরের পিঙ্গলার ঘটনায় অভিযুক্ত মহিলা ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) চিটফান্ড মামলায় তৃণমূলের আরেক নেতাকে গ্রেফতার করেছে। ]

শনিবার দুপুরে পিংলা থানার বাখনাবাড় গ্রাম পঞ্চায়েতের উত্তরবাড় গ্রামে দু'বছরের শিশুকন্যার মৃত্যু হয়। তার মা পুজা প্রতিবেশীদের জানায়, দুপুর বেলায় বাড়ির উঠোনে লেপ রোদে দিয়েছিল। সেই লেপের মধ্যেই খেলছিল শিশুটি। পুজা রান্না করছিল।


 পরে এসে দেখে, মেয়ে লেপের মধ্যে আপাদমস্তক জড়িয়ে রয়েছে। লক্ষ্য করে, বুক ওঠানামা করছে না। নাকের কাছে হাত দিয়ে দেখে শ্বাসপ্রশ্বাস পড়ছে না শিশুটির। যদিও এই 'গল্প' বিশ্বাস করেনি পুলিশ। প্রতিবেশীরাও সন্দিহান ছিল। পুজার উপর চাপ তৈরি করে প্রতিবেশীরা। এরপরই বদলে যায় বয়ান।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Fraud Case: টাকা দিলেই মিলবে! রেলে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণা ]

পূজা জানান, বুকের দুধ খাওয়ানোর সময় শিশুটি তার ডাঁটা কামড়ে ধরেছিল। যন্ত্রণায় ক্ষিপ্ত হয়ে তিনি শিশুটিকে বালিশে চেপে দেন। মেয়েটি যে মারা যাবে তা তিনি বুঝতে পারেননি বলে দাবি করেন তিনি। যদিও পুলিশ এই তত্ত্বের সঙ্গে একমত নয়।

 প্রশ্ন জাগে, হঠাৎ করে শিশুর স্তনবৃন্তে কামড় দিলে ব্যথা ও রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে অনেক মা শিশুকে চড় মারতে পারেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়া। কিন্তু বালিশে আঘাত কেন? এর পর খুঁড়তে খুঁড়তে কীট বেরিয়ে আসে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Big news: নতুন বছরের জানুয়ারিতে প্রথম শ্রেণী থেকে স্কুল! যা বলছে শিক্ষা বিভাগ ]

 উঠে আসে পাশের দেবাশিস মণ্ডলের নাম। জানা যায়, পূজারার স্বামী দেবাশিস পরিচিত ব্যবসায় আন্দামানে থাকেন। স্বামীর অনুপস্থিতিতে প্রতিবেশী দেবাশিসের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন পাত্রী। সেই প্রেমে বাধার কারণেই শিশুটিকে হত্যা করেছে পূজা।

গৃহবধূর বোন জানান, পূজার সঙ্গে দেবাশিসের প্রেমের সম্পর্ক ছিল, যা তাকে পূজা নিজেই বলেছিল। কনে তার গয়না বিক্রি করে দেবাশিসের সাথে কথা বলার জন্য একটি ফোন কিনেছিল।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

KMC Election 2021: এবার কি বাংলায় ব্যস্ত ভোটের বাজার? ]

 পুলিশ সূত্রে খবর, তিন বছর আগে বিয়ে হয় পূজার। দীপ্তি তাদের একমাত্র সন্তান। শ্বশুরবাড়িতে থাকলেও ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না। শ্বশুরবাড়ি গেছে কাজে।


 শাশুড়ি ছাগল পালন করতে পরে প্রতিবেশীরা দেবাশিস মণ্ডলকে ধরে ফেলে। দুজনকেই মারধর করা হয়। পরে পুলিশ এসে দুজনকে আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার (খড়গপুর) রানা মুখার্জি বলেছেন, পিংলায় এক শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একজন মা এবং এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



Post a Comment

0 Comments