বিহারে কনে দেখতে নিয়ে যাওয়ার সময় বাংলার এক যুবককে অপহরণ
জানা গেছে, যুবককে টানা ১১ দিন আটক রাখা হয়েছিল। যখনই যুবকটিকে তার পরিবারের সাথে কথা বলতে দেওয়া হত, তখনই সে ফোনে কেঁদে ফেলত।
বধূ দেখানোর নামে এক যুবককে অপহরণ। এরপর তাকে জোর করে বিয়ে দেয়া হয়। অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয়। অবশেষে অপহৃত যুবককে উদ্ধার করেছে পুলিশ। গোটা ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
[ আরও পড়ুন ঃ
Aadhaar card-Pan Card: মৃত্যুর পরে কী করা উচিত আধার ও প্যান কার্ডের ]
জানা গেছে, অপহৃত যুবকের নাম মমিনুর মন্ডল। মমিনুরের বাড়ি বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কেওরস্বর এলাকায়। ১৫ দিন আগে দুই বন্ধুর সঙ্গে বিহারে যান মমিনুর। সেখানে তাকে পাত্রী দেখানোর নামে অপহরণ করে কয়েকজন দুর্বৃত্ত। এরপর কিশোর ও তার দল যুবকের বাড়িতে ডেকে নিয়ে তাকে আটক করে।
[ আরও পড়ুন ঃ
School Reopen Problem : স্কুল খোলার পরই ৫ দিনের মাথায় সমস্যা, বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিকাশ ভবন ]
১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। জানা গেছে, যুবককে টানা ১১ দিন আটক রাখা হয়েছিল। যখনই যুবকটিকে তার পরিবারের সাথে কথা বলতে দেওয়া হত, তখনই সে ফোনে কেঁদে ফেলত। তাকে উদ্ধারের জন্য ডাকতেন। পুরো পরিবার পুলিশের দ্বারস্থ।
[ আরও পড়ুন ঃ
Kangana Ranaut on Farm law: মোদীর সিদ্ধান্তে ক্ষুব্ধ কঙ্গনা, বললেন একনায়কতন্ত্রই একমাত্র পথ ]
0 Comments