সমস্ত গাড়ির মালিকদের জন্য খুশির খবর! সমস্ত গাড়ির মালিকদের কর মুকুব করলো রাজ্য সরকার।
এই সকল গাড়ির মালিকদের দিতে হবেনা ট্যাক্স। ঘোষণা করল রাজ্য সরকার।
এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের পরিবহন দপ্তর মোটর ভেহিকেলস ট্যাক্স মকুবের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে রাজ্যের মোটর ভেহিকেলস দপ্তর।
[ আরও পড়ুন ঃ
সম্পূর্ণ স্কুল খুলছে কবে?মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে জানাবো বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ]
কি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে?
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এর পরিপ্রেক্ষিতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যাতে বলা হয়েছে, বর্তমানে করোনার ভয়াবহ পরিস্থিতিতে বহু মানুষের আর্থিক পরিস্থিতি বিপর্যস্ত হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে সমস্ত ধরনের গাড়ি , বাস, স্কুল বাস, প্রাইভেট কার ইত্যাদি যে সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে এই বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত তারা এই কর মুকুব এর আওতায় পড়বেন। কত বছর অনেকেই এই মকুবের সুবিধা পেয়েছিলেন। তবে এমন বেশ কিছু গাড়ির মালিক রয়েছেন যারা বছরের শুরুতেই এক বছরের জন্য এই ট্যাক্স প্রদান করেন।
ফলে তারা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন। তাই সেই সমস্ত গাড়ির মালিকদের কথা ভাবনা চিন্তা করে রাজ্য সরকার এই মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়াও এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সকল গাড়ির মালিকরা গত বছর জানুয়ারি মাসে অর্থাৎ এই বিজ্ঞপ্তি বের হওয়ার আগেই ট্যাক্স জমা দিয়েছিলেন, তারাও এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না। আগামী জানুয়ারি থেকে তারাও এই সুবিধা উপভোগ করতে পারবেন। গণপরিবহনের সাথে সংযুক্ত যানবাহনের মালিকদের অবস্থা এখন যথেষ্ট শোচনীয়।
[ আরও পড়ুন ঃ
আবারও অস্বস্তিতে বিজেপি! পুরভোটের প্রার্থী নির্বাচনে সাবধানতা অবলম্বন করছে গেরুয়া শিবির। ]
বর্তমানে পেট্রোল-ডিজেলের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে বাস মালিকরা যথেষ্ট ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়াও লরির মালিকরাও খুব একটা মুনাফার মুখ দেখতে সক্ষম হচ্ছেন না। এমতাবস্থায় বাস মালিকরা বারবার ভাড়া বৃদ্ধির আবেদন জানিয়ে আসছেন, কিন্তু রাজ্য সরকার ভাড়া বৃদ্ধিতে সায় দিচ্ছে না। তাই এই পরিস্থিতিতে রাজ্য সরকারের এই মানবিক ঘোষণায় অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন গাড়ির মালিকরা, এমনটাই আশাবাদী রাজ্য ।
0 Comments