এই গ্রহের পরিবর্তনের ফলে কী ঘটতে চলেছে? জেনে নিন।
আর মাত্র কয়েকটা দিন। তারপর এই নতুন বছর শুরু হতে চলেছে। নতুন বছর মানে পুরোনো বছরের সব ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে নতুন পথে চলাই আমাদের মূল লক্ষ্য। কিন্তু আগামী বছর আপনি কেমন থাকবেন তা নির্ভর করে গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর। যদিও এই বিষয়ে ব্যাপক মতপার্থক্য রয়েছে, তবে এখনও জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি বিশ্বাস করা হয় যে প্রতিটি গ্রহের অবস্থান নির্ভর করে পরবর্তী সময়ে লোকেরা কীভাবে যাবে তার উপর।
[ আরও পড়ুনঃ
আজকের 17/11/21 দিনটি আপনার কেমন যাবে, রাশি অনুযায়ী দেখে নিন। ]
বৃহস্পতির অবস্থান:- জ্যোতিষ শাস্ত্র মতে আগামী বছরের শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি এই পরিবর্তনের প্রভাব ফেলবে গাছপালা পশুপাখি এমনকি মানুষের জীবনের উপর ।বৃহস্পতিকে অত্যন্ত ভয়ঙ্কর গ্রহ হিসেবে বিবেচনা করা হয় ।এর পরিবর্তন ব্যাপক মাত্রায় প্রভাবিত করতে পারে যেকোনো বিষয়কে আগ্নেয়গিরি সুনামি ভূমিকম্প মতন একাধিক ভয়ঙ্কর ইঙ্গিত দিয়ে থাকে এই বৃহস্পতির পরিবর্তন। তবে বৃহস্পতি পরিবর্তনের ফলে আগামী বছর এই 12 রাশির জাতক-জাতিকাদের কি কি পরিবর্তন আসতে চলেছে জীবনে তা দেখে নিন এক নজরে।
[ আরও পড়ুনঃ
এই পদ্ধতি মেনে চললে আপনার পরিবারের আর্থিক সংকট মিটবে! ]
মেষ:-বৃহস্পতি একাদশ ঘরে অবস্থান করবে। যার ফলে আগামী বছর মিশ্র ফলাফল দেবে।
বৃষ :-দশম ঘরে বৃহস্পতির গমন করছে ।কর্মজীবনে এর ফলাফল উপলব্ধি করতে পারবেন। সময় ভালো যাবে।
মিথুন:-বৃহস্পতি আগামী বছর কয়েক মাস নবম ঘরে করা অবস্থান করবে ।জীবনে ভাল ফল পাবেন।
কর্কট:-বৃহস্পতি অষ্টম করে অবস্থান করবে। তাড়াহুড়ো কারণে কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না
সিংহ:-বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করবে। ব্যবসায় উন্নত হবে ।পরিবারের কিছু সমস্যা দেখা যাবে। তবে সে ই ব্যাপারে বেশি চিন্তা করার কোন প্রয়োজন নেই
কন্যা :-বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করবে ।এই বছর অত্যন্ত ভাল কাটতে চলেছে আপনার ।ব্যবসার উন্নতি হবে
তুলা :-বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করবে ।আর্থিক দিক থেকে উন্নতি লাভ করবেন আপনি।
বৃশ্চিক :-বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করবে। যার ফলে আপনার জীবনে একাধিক পরিবর্তন আসবে এবং সেগুলি আপনার অবস্থার উন্নতি ঘটাবে
ধনু :-বৃহস্পতির তৃতীয় ঘরে অবস্থান করবে এই সময় আপনি চ্যালেঞ্জ মোকাবিলার নিলে ফলাফল আপনার প্রতিকূলে হবে।
মকর:-বৃহস্পতি এই সময় দ্বিতীয় ঘরে অবস্থান করবে যার ফলে আপনার আয়ের থেকে ব্যয় বেশি হবে ।রোগ জ্বালাতে বিরক্ত হয়ে উঠবেন আপনি।
কুম্ভ :-বৃহস্পতি এই সময় প্রথম ঘরে অবস্থান করবে যার ফলে আর্থিক দিক দিয়ে বছরটি আপনার ভালো যাবে
মিন:-বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করবে যার ফলে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে।
0 Comments