khabor24ghonta |
এই কাজটি করলে অর্থ সংকট দূর হবে! জানুন।
এটি প্রতিদিন সন্ধ্যায় প্রতিটি হিন্দুর বাড়িতে দেওয়া হয়। নিত্য পূজাও হয়। এর পেছনে অনেক কারণ থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কারণ হলো বিশ্বে শান্তি বজায় রাখা। স্বভাবতই আর্থিক সংকট থেকে শুরু করে মানুষের জীবনে বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যায়। অনেকেই এ ধরনের সমস্যা থেকে ঈশ্বরের শরণাপন্ন হন।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
এই পদ্ধতি মেনে চললে আপনার পরিবারের আর্থিক সংকট মিটবে! ]
তবে শাস্ত্র বলছে, প্রতিদিনের ধূপের সঙ্গে একটি বিশেষ পাতা মিশিয়ে লাগালে আর্থিক সংকট থেকে শুরু করে সংসারে অশান্তি পর্যন্ত বিভিন্ন জিনিস থেকে সহজেই মুক্তি মিলবে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
জ্যোতিষ মতে এই ৫ রাশির জাতক সবচেয়ে বেশি 'UNLUCKY' ]
অর্থ সংকট দূর করতে এই নিয়মটি পালন করুন - প্রতিটি মানুষই তার নিজস্ব বিচার বুদ্ধি নিয়ে বেঁচে থাকে। যার ফলে স্বাভাবিক ভাবেই সব মানুষ ঈশ্বরের প্রতি বিশ্বাসী নন। যেই কারণেই অনেকেই নানান গুরুত্বপূর্ন নিয়ম গুলিকে কুসংস্কার বলে উড়িয়ে দেন।
তবে আপনি যদি নিজের মন থেকে এই কাজটি নিত্যদিন করতে পারেন সেক্ষেত্রে খুব শীঘ্রই দূর হবে আপনার অর্থনৈতিক সংকট। যার পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। এজন্য আপনার প্রয়োজন হবেনা খুব বেশী কিছু জিনিসের। নিত্যদিন সন্ধ্যে বেলায় বাড়িতে যেই ধুনো দেখানো হয় শুধুমাত্র সেই ধুনোতে দিতে হবে একটি করে নিমপাতা। তাহলেই ধীরে ধীরে উন্নতি হবে আপনার আর্থিক অবস্থার।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
এই মহালক্ষীর মন্দিরে পূজো দিলে আপনার ভাগ্যেও জুটতে পারে সোনা, রূপো এমনকি নগদ টাকাও! ]
ধুনোর সাথে নিমপাতা ব্যবহারের পদ্ধতি - তবে শুধুমাত্র ধুনোর মধ্যে নিমপাতা দিলেই মিলবেনা সমস্যা। এজন্য আপনাকে মেনে চলতে হবে নির্দিষ্ট কিছু নিয়ম। জেনে নিন সেই নিয়মগুলি কি -
●বুড়ো নিমপাতা নেওয়া চলবেনা।
●সন্ধ্যে হওয়ার আগেই গাছ থেকে পেরে ফেলতে হবে একেবারে কচি নিমপাতা।
●সেই পাতাটিকে ভালো করে ধুয়ে শুকিয়ে ফেলতে হবে সন্ধ্যা নামার আগেই।
●এর পর নিজেকে সম্পুর্ন পরিষ্কার করে একটি শুদ্ধ বস্ত্র ধারন করতে হবে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta
এই পবিত্র মাসে পূর্ণিমার দিনই চন্দ্রগ্রহণ! এই সহজ কয়েকটি কাজ করুন সংসারে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। ]
●তারপরই ঠাকুরের সামনে বসে ধুনোটিকে জ্বালান।
●ধুনোটি জ্বলতে শুরু করলে শুদ্ধ নিমপাতাটি ওই ধুনোর মধ্যে ফেলে দিন। এক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে কোন ভাবেই যেন জোর করে এই ঘরোয়া নিয়ম পালন না করা হয়। কেবলমাত্র মন থেকে মেনে এই পদ্ধতি অনুসরণ করলেই নিত্যদিন এই পদ্ধতি মেনে চললে আপনি উপকার পাবেন।
0 Comments