Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

অনান‍্য রাজ‍্যে ভ‍্যাট কমলেও বাংলায় চড়া দামে বিকোচ্ছে পেট্রোল ডিজেল!

 

অনান‍্য রাজ‍্যে ভ‍্যাট কমলেও বাংলায় চড়া দামে বিকোচ্ছে পেট্রোল ডিজেল!
khabor24ghonta

টানা ১৭ দিন অপরিবর্তিত র‌ইলো জ্বালানি তেলের দাম।

আজ কোন কোন রাজ‍্যে পেট্রোলের ডিজেলের মূল‍্য কত? জেনে নিন।

 বিদেশি বাজারের অপরিশোধিত তেলের দাম প্রায় 3 শতাংশ হ্রাস পেয়েছে, যার দরুণ ডলার প্রতি ব্যারেল হয়েছে ৭৮.৮৯ ডলারে। ইউরোপে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার জন্য অর্থনৈতিক উন্নয়ন যথেষ্ট ধীর গতিতে সম্পন্ন হচ্ছে। অন্যদিকে প্রধান দেশ গুলির মাধ্যমে অপরিশোধিত তেলের ভান্ডার রিলিজ করে দেওয়ার সম্ভাবনায় তেলের দাম অনেকটাই কম হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে অপরিশোধিত তেলের দাম কমায় পেট্রোল এবং ডিজেলের দাম ভারতে আগামী ভবিষ্যতে আরো কম হতে চলেছে এমনটাই সম্ভাবনা রয়েছে। 

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

west Bengal School New Rule : স্কুলের প্রতিটি ক্লাসে নতুন নিয়ম আনছে বিকাশ ভবন! যা নিয়ে রীতিমতো জর্জরিত হয়ে পড়ছেন শিক্ষক-শিক্ষীকারা। ]

সরকারি তেল কোম্পানির পক্ষ থেকে গতকাল রবিবার টানা 17 দিন জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গত 4 নভেম্বর কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের এক্সাইজ ডিউটি কমিয়ে দিয়েছিল যার ফলে জ্বালানি তেলের মূল্য কিছুটা কম হয়েছিলো। কেন্দ্রীয় সরকারের অনুরোধক্রমে বেশকিছু রাজ্য পেট্রোল ডিজেলের উপর থেকে ভ্যাট কমিয়ে দিয়েছে। 

আজ ভারতের বাজারে পেট্রোল ডিজেলের মূল্য
আজ কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম 104.8 টাকা এবং প্রতি লিটার 79.89 টাকা। জাতীয় রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 103.96 টাকা। আর ডিজেলের দাম প্রতি লিটার ৭.৮ টাকা। মুম্বইতে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে 109.98 টাকা এবং 94.14 টাকা প্রতি লিটার। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে 101.56 টাকা এবং ডিজেলের দাম 91.58 টাকা প্রতি লিটার।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

কেন্দ্রীয় সরকার আবগারি শুল্ক কমানোর পর কেন্দ্রীয় সরকারের অনুরোধে বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পেট্রোল এবং ডিজেলের উপর ভ্যাট কমিয়েছে। আন্তর্জাতিক তেল কোম্পানিগুলো প্রতিদিন সকাল ৮টায় জ্বালানি তেলের দাম সংশোধন করে। ভারতের বিভিন্ন রাজ্যে পেট্রোল ও ডিজেলের ওপর ভ্যাট কমানো হলেও পশ্চিমবঙ্গ এখনও তা কমায়নি। ফলে পশ্চিমবঙ্গে এখনও কিছুটা বেশি দামে পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে।
[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Post a Comment

0 Comments