Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

8th pass : পাসে গ্রুপ ডি, গ্রুপ সি ও অন্যান্য পদে কর্মী নিয়োগ

 

8th pass : পাসে গ্রুপ ডি, গ্রুপ সি ও অন্যান্য পদে কর্মী নিয়োগ
khabor24ghonta


WB 8th pass Group D & Group C recruitment


রাজ্যে অনেক শূন্যপদ পূরণ করা হচ্ছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন বা সমগ্র ভারতের কোথাও থাকেন তবে আপনি পশ্চিমবঙ্গে এই চাকরির জন্য আবেদন করতে পারেন। আপনি যদি ৮ম শ্রেণী পাস করেন তবেই আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের চাকরিও হয়েছে। এখানে চাকরির দারুণ সুযোগ রয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক এই চাকরি সম্পর্কে। নিচে অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হল। চাকরির বিস্তারিত তথ্য জানার পর আপনি যদি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়েন, তাহলে চাকরি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাবেন।

পদের নাম: এখানে বয়স হোস্টেল ও গার্লস হোস্টেলে বিভিন্ন পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। এখানে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
Superintendent
Care Taker/Matron
Cook
Helper
Darwan-Cum-Night Guard
Karmabandhu(part time)

[ আরও পড়ুন ঃ

বেতন: এখানে বিভিন্ন পোস্ট এর জন্য আলাদা আলাদা ধরনের বেতন কাঠামোর রয়েছে। নিচে কোন পোষ্টের জন্য কত টাকা বেতন রয়েছে তা বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।

Superintendent : এই চাকরির জন্য আপনাকে 12000/- টাকা বেতন দেওয়া হবে।

Care Taker/Matron: এখানে চাকরি করলে আপনাকে 8000/- টাকা বেতন দেওয়া হবে।

Cook: এখানে আপনাকে 50 জন ছাত্রের রান্নার জন্য 3500/- টাকা দেওয়া হবে এবং 50 এর বেশি ছাত্রের রান্নার জন্য 4000/- হাজার টাকা দেওয়া হবে।

[ আরও পড়ুন ঃ

Helper: এখানে 50 জন ছাত্রের দেখাশুনার জন্য আপনাকে 2500/- টাকা দেওয়া হবে এবং 50 এর বেশি ছাত্র-ছাত্রী দেখাশোনার জন্য আপনাকে 3000/- টাকা দেওয়া হবে।

Darwan-Cum-Night Guard : এখানে আপনাকে 3500/- টাকা প্রতিমাসে দেওয়া হবে।

Karmabandhu(part time):এখানে আপনাকে 3000/- টাকা প্রতিমাসে দেওয়া হবে। ]


শিক্ষাগত যোগ্যতা: এখানে বিভিন্ন পোষ্টের জন্য বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা রয়েছে ।
Superintendent : এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাস হতে হবে।

[ আরও পড়ুন ঃ

Care Taker/Matron: এখানে চাকরি করতে হলে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাশ হতে হবে।

Cook: এখানে চাকরি করতে হলে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে।

Helper: এখানে চাকরি করতে হলে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে।

Darwan-Cum-Night Guard : এখানে চাকরি করতে হলে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে।

Karmabandhu(part time): এখানে চাকরি করতে হলে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে।

[ আরও পড়ুন ঃ

নিয়োগ পদ্ধতি: Superintendent  Care Taker/Matron- এর জন্য আপনাকে 65 মার্কের একটি পরীক্ষা দিতে হবে যেখানে থাকবে- 
  • জেনারেল ইংলিশ,
  • বাংলা,
  • জেনারেল নলেজ,
  • সাধারণ অংক।

এছাড়াও আপনার একাডেমিক মার্কস এর উপর আপনাকে 20 নাম্বার দেওয়া হবে ও আপনার ইন্টারভিউ এর উপর 15 নাম্বার দেওয়া হবে।

Cook, Helper, Darwan-Cum-Night Guard , Karmabandhu(part time)- এখানে আপনাকে কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে।

বয়স: আপনি যদি এখানে আবেদন করতে চান এবং আপনি জেনারেল candidate's হয়ে থাকেন তাহলে আপনার সর্বাধিক বয়স 40 হলেও আপনি চাকরির জন্য আবেদন করতে পারেন। আপনি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার সর্বাধিক বয়স 43 হতে পারে এবং আপনি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার সর্বাধিক বয়স 45 হতে পারে।

আবেদন পদ্ধতি: এখানে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি এখানে পোস্ট অফিসের মাধ্যমে বা সরাসরি নিম্নলিখিত অফিসে গিয়েও আপনার আবেদনপত্র জমা দিয়ে আসতে পারেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The office of the Project Officer-cum-District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Nutanchati, Bankura for the purpose.

আবেদনের শেষ তারিখ: এখানে আবেদন চলছে এবং আপনি এখানে ডিসেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আপনি যদি চাকরি করতে আগ্রহী হন তাহলে থাকতোই সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিস থেকে জেনে নিতে পারবেন । অফিশিয়াল নোটিশ এর নিচের দিকে আপনারা আবেদনপত্রটি পাবেন সেটি প্রিন্ট আউট করে ফিলাপ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আপনারা জমা দিতে পারেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

APPLICATION FORM:  CLICK HERE

Post a Comment

0 Comments