Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

WB Municipality Election : পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুরুত্ব কতোটা? তা পষ্ট করে জানালো নির্বাচন কমিশন!

 

WB Municipality Election : পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুরুত্ব কতোটা? তা পষ্ট করে জানালো নির্বাচন কমিশন!
khabor24ghonta

পুরভোট নিয়ে কী ঘোষণা করলো নির্বাচন কমিশন? জেনে নিন বিস্তারিত।


এবারের পুরভোটে কী কেন্দ্রীয় বাহিনী থাকবে? আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা জানালো নির্বাচন কমিশন

কলকাতা (কলকাতা) পৌরসভা নির্বাচনে 19 ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন কমিশন (নির্বাচন কমিশন) এখনো গণনা তারিখ ঘোষণা করেনি। কলকাতায় আজ থেকে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন করা হচ্ছে। আজ, তৃণমূল কংগ্রেস তার প্রার্থী তালিকা প্রকাশ করতে যাচ্ছে। এটি অনুমান করা হয়েছে যে বাবুল সুপ্রিয়ের নামটি এই সময়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং কলকাতা পৌরসভায় ওয়ার্ড নং 38 থেকে তিনি প্রার্থী হতে পারেন। এ প্রসঙ্গে নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বিভিন্ন বিষয় ঘোষণা করেছে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Dilip Ghosh : ত্রিপুরা প্রেক্ষিতে কুরুচিকর মন্তব্য ফলে হাতে-নাতে 'ফল' পেলেন দিলীপ ঘোষ ]

নির্বাচন কমিশন কি ঘোষণা করেছে ?

গতকাল নির্বাচন কমিশন একটি সংবাদ সম্মেলন আয়োজন করে। নির্বাচন কমিশনার ঘোষণা করেন,

মোট পোলিং বুথ (POLLING BOOTH) রয়েছে ৪৭৪২ টি। অক্সিলিয়ারি পোলিং বুথ (AUXILIARY POLLING BOOTH) রয়েছে ৩৮৫ । মোট প্রেমিসেস. (PREMISES)  ১৭০৭ । মোট ভোটার সংখ্যা ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫২  জন। আজ থেকে নমিনেশন দেওয়া শুরু হয়ে গিয়েছে। পাবলিক নোটিশ সমস্ত জায়গায় দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। ১ ডিসেম্বর নমিনেশন ফাইল করার শেষ দিন। স্ক্রুটিনির ডেট হল ২/১২ । নমিনেশন তুলে নেওয়ার শেষ তারিখ ৪/১২ । ভোট গ্রহণ হতে চলেছে ১৯ শে ডিসেম্বর।  রি পোল হলে তা হবে ২০ শে ডিসেম্বর। ইলেকশন প্রসেস 22 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে । আমরা ডেট অফ কাউন্টিং (DATE OF COUNTING) কাল-পরশুর মধ্যেই ঘোষনা করে দেবো। সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। করোনা গাইডলাইন মেনে এই ভোট গ্রহণ চলবে। ইসিআই(ECI) এর গাইডলাইন মেনেই এই ভোটগ্রহণ হতে চলেছে। এখন থেকেই নির্বাচনী আচরণবিধি লাগু হচ্ছে। সন্ধ্যা ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত কোনো মিটিং মিছিল হবে না। পোল শেষ হ‌ওয়ার ৭২ ঘন্টা আগে থেকে সাইলেন্ট জোন (SILENT ZONE)  হবে। আমরা ডিজি, সিপি কে নিয়ে মিটিং করেছি। বুথে বুথে রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। তবে এই সংখ্যা পরে ঘোষণা করা হবে। ডিজি কে বলেছি সিকিউরিটি প্ল্যান দিতে, সেই রিপোর্ট দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হবে কি না। এখনো পর্যন্ত সেন্ট্রাল ফোর্স মোতায়েন করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। একটা নতুন সিস্টেম লঞ্চ করছি । ইজিএম‌এস অর্থাৎ ইলেকশন ডিমান্ডস ম্যানেজমেন্ট সিস্টেম (ELECTION DEMANDS MANAGEMENT SYSTEM)। এটা ওয়েবসাইট বেসড্ সিস্টেম। যে কেউ এটায় তাদের দাবি পোস্ট করতে পারেন।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

আমি মেয়ে আমার গায়ে ছেলে পুলিশ হাত দিলো" এমনই মন্তব‍্য করে ক্ষোভ উগরে দিলেন বাম যুবনেত্রী মিনাক্ষী মুখাজ্জী! ]

Post a Comment

0 Comments