Header Ads Widget

Responsive Advertisement

এখন সবাই যা পড়ছে

6/recent/ticker-posts

KMC: পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে বড়োসড়ো চমক দিতে চলেছে গেরুয়া শিবির!

পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে বড়োসড়ো চমক দিতে চলেছে গেরুয়া শিবির!
khaboor24ghonta


 কারা কারা থাকছেন প্রার্থী তালিকায়? জেনে নিন বিস্তারিত।

কলকাতা পুরভোটের টার্গেট একেবারে স্পষ্ট গেরুয়া শিবিরের কাছে। বিজেপির প্রার্থী তালিকায় এবার তারুণ্যের উপর জোর দিতে চলেছে বিজেপি (BJP)। যার ফলে প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের সাথে কড়া টক্কর দিতে চলেছে বিজেপি।

অনুমান করা হচ্ছে বিজেপির প্রার্থী তালিকা উপস্থিত থাকতে চলেছে সজল ঘোষ (SAJAL GHOSH) এর নাম। তাড়াহুড়ো না করে ধীরে চলো নীতি নিয়েছে বিজেপি। 


কি নীতি নিয়েছে বিজেপি?

কলকাতা পুরভোটে জেতার সম্ভাবনা কম। এই জল্পনা হলেও পৌরসভা ভোটে একটুও জমি ছাড়তে রাজি নয় রাজ্যের প্রধান বিরোধী দল। তাই পুরভোটের নির্ঘণ্ট  ঘোষণার পর থেকে একের পর এক বৈঠক চলছে। তাই প্রার্থী ঘোষণা নিয়ে একটুও তাড়াহুড়ো তারা করতে চাইছে না। 

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Tripura : ত্রিপুরা ফলাফল ঘোষণা হতেই বিপ্লব সরকারকে টুইট করে শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারী! এই ফলাফল দেখে নিজের ক্ষোভ উগরে দিলেন তৃণমূল মুখপাত্র ]

সম্ভাবনা দেখা দিয়েছে যে আজ অর্থাৎ সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। যার দরুন গত শনিবার রাত পর্যন্ত বৈঠক হয়েছে হেস্টিংসের অফিসে। শনিবার রাতের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির তাবড় তাবড় নেতারা। 

এই বৈঠক থেকে বেরিয়ে সজল ঘোষ জানান নির্বাচনে বিজেপির কৌশল সংক্রান্ত সমস্ত আলোচনা হয়ে গিয়েছে। এছাড়াও অঞ্চল ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে নেতাদের মধ্যে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Tripura : ত্রিপুরার ফলাফলে ব‍্যাপক জয় বিজেপির! 334 টি ওয়ার্ডের মধ‍্যে 329 টি আসনেই জয়ী বিজেপি। ]

 যেমন শ্যামপুকুর মানিকতলার দায়িত্ব দেওয়া হয়েছে কল্যান চৌবের উপর, কাশিপুর বেলগাছিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে প্রকাশ দাস কে। বেলেঘাটা এন্টালির দায়িত্ব দেওয়া হয়েছে কাশীনাথ দাস কে। চৌরঙ্গীর দায়িত্ব দেওয়া হয়েছে দেবদত্ত মাঝি কে। জোড়াসাঁকোর দায়িত্ব দেওয়া হয়েছে সজল ঘোষ এর উপরে। 


কারা কারা হতে চলেছে প্রার্থী?

জানা গিয়েছে দলের প্রায় সমস্ত বিদায়ী কাউন্সিলর কেই প্রার্থী করতে চলেছে বিজেপি।  এই মর্মে বৈঠক হয়েছে বিজেপির অন্দরে। 22 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর মীনাদেবী পুরোহিত, 23 নম্বর ওয়ার্ডের বিজয় ওঝা, 42 নম্বর ওয়ার্ডে সুনিতা ঝা'র প্রার্থী হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

এই শহরে অবিজেপি শাসিত রাজ্য থেকে , সবাই হতবাক পেট্রোল প্রতি লিটারে 34 টাকা কমে পাওয়া যাচ্ছে ]

শোনা গিয়েছে 86 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিস্তা দাস এর স্বামী গৌরব বিশ্বাস প্রার্থী হতে চলেছেন। জানা গিয়েছে শাসক দলের মতোই বিজেপিতে তরুণ মুখগুলির উপরে জোর দেওয়া হচ্ছে। একই সাথে অর্ধেকের বেশি ওয়ার্ডে দলের যুব নেতৃত্বকে প্রার্থী করা হচ্ছে, যাদের বয়স 40 এর মধ্যে। যার মধ্যে কমপক্ষে 35 শতাংশ থাকতে চলেছে মহিলা মুখ।

[ আরও পড়ুন ঃ khabor24ghonta

Tripura TMC : "সবে তো খেলা শুরু,এবার আসল খেলা হবে" ত্রিপুরার ফলাফল ঘোষণার পরেই টুইট অভিষেক ব‍্যানাজ্জীর! সাথে ফলাফল নিয়ে যথেষ্ট উচ্ছাস প্রকাশ করলেন তৃণমূল মুখপাত্র। ]

Post a Comment

0 Comments